Advertisement
১৯ মে ২০২৪

কথা বলেই সিদ্ধান্ত হবে শ্রম সংস্কারের, আশ্বাস কেন্দ্রের

শ্রমিকদেরই ব্রাত্য করে রেখে শ্রম আইন সংশোধনের তোড়জোড় চলছে বলে বার বার কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলছে ইউনিয়নগুলি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪০
Share: Save:

শ্রমিকদেরই ব্রাত্য করে রেখে শ্রম আইন সংশোধনের তোড়জোড় চলছে বলে বার বার কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলছে ইউনিয়নগুলি। শনিবার, বিশ্বকর্মা পুজোর দিন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম মিত্রের আশ্বাস, কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেই ওই আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, এই আশ্বাসে ইউনিয়ন নেতাদের সংশয় কাটেনি।

এ বারই প্রথম বিশ্বকর্মা পুজোর দিনটিকে সারা দেশে বিশেষ শ্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। যা উদ্‌যাপনে কলকাতায় শ্রম বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দফতর। সেখানেই শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে কেন্দ্র ট্রেড ইউনিয়নগুলির বক্তব্যে কান দিচ্ছে না বলে ফের অভিযোগ তোলেন একাধিক শ্রমিক নেতা। ইনটাকের রাজ্য সভাপতি রমেন পান্ডে এবং ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, শ্রম আইন সংস্কারের নামে যে সব পদক্ষেপের প্রস্তাব আছে, তাতে চাকরির নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। অশোকবাবুর দাবি, শ্রম আইন সংশোধনের বিষয়টি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা জরুরি। জবাবে আলোচনা করে সিদ্ধান্তের আশ্বাস দেন পার্থবাবু।

সভায় আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, পিএফের অভিন্ন অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে আধার সংযুক্ত করলে পিএফের সদস্যরা অতিরিক্ত বেশ কিছু পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

employee organization
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE