চলতি সপ্তাহেই নতুন আয়কর আইন সংসদে পেশ করা হবে বলে গত শনিবার বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা পেশের পরে শিল্পমহলকে মতামত জানাতে এবং পরামর্শ দিতে বললেন প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান রবি আগরওয়াল। ছ’দশকের পুরনো আয়কর আইনটি বদলে নতুন যুগের উপযোগী আইন আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। সেখানে বাতিল হতে পারে বেশ কিছু পুরনো নিয়ম।
বর্তমান আয়কর আইনের আওতায় ব্যক্তিগত কর, কর্পোরেট কর ছাড়াও শেয়ার লেনদেন কর, উপহার এবং সম্পত্তি কর থাকে। সব মিলিয়ে তার ২৯৮টি ধারা এবং ২৩টি অধ্যায় রয়েছে। গত জুলাইয়ে তৃতীয় মোদী সরকারে প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আয়কর আইন বদলের কথা ঘোষণা করে নির্মলা বলেছিলেন, কর সংক্রান্ত মামলা মোকদ্দমা কমাতে এবং মানুষের যাতে আইনের ভাষা বুঝতে সুবিধা হয়, সে জন্য আয়কর আইন সংশোধন করা হবে। পুরো প্রক্রিয়া ছ’মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে বলেও জানান তিনি। সেই লক্ষ্যে এর আগে চারটি বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছিল অর্থ মন্ত্রক। সেগুলি হল, ভাষা সরলীকরণ, মামলা কমানো, ঝক্কি কমানো এবং পুরনো বা বাতিল নিয়মগুলি পাল্টানো। এই সমস্ত বিষয়ে ৬৫০০-এর কাছাকাছি মত জমা পড়ে।
আগরওয়াল জানান, নতুন বিল এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে তা আন্তর্জাতিক মানের হয়। সেই সঙ্গে আয়কর দফতর পেশাদার মনোভাব, নিয়ম মেনে সিদ্ধান্ত, ব্যবহারকারীদের ঝক্কি কমানো, তথ্য নির্ভরতা, করদানে উৎসাহ দেওয়ার পরিবেশ তৈরিতে বেশি করে নজর দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)