Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারতকে ভর্তুকি নয়, ট্রাম্প ফের রণংদেহি

রাজনৈতিক প্রচার হোক বা আন্তর্জাতিক মঞ্চ, ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশ হিসেবেই তুলে ধরে নরেন্দ্র মোদীর সরকার।

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

সংবাদ সংস্থা
শিকাগো ও বেজিং শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৩
Share: Save:

রাজনৈতিক প্রচার হোক বা আন্তর্জাতিক মঞ্চ, ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশ হিসেবেই তুলে ধরে নরেন্দ্র মোদীর সরকার। এ বার সেই বৃদ্ধির দাবিকেই কার্যত অস্ত্র করে ডোনাল্ড ট্রাম্প তোপ দাগলেন আমেরিকায় পণ্য বিক্রিতে ভারত, চিনের মতো দেশের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে। তাদের ‘বাড়ন্ত অর্থনীতি’র তকমা দিয়ে দাবি করলেন, অবিলম্বে বন্ধ করতে চান এই ভর্তুকি দেওয়া। যাতে যে কোনও দেশের তুলনায় দ্রুত গতিতে বৃদ্ধির পথে এগোতে পারে আমেরিকা।

ট্রাম্পের মতে, চিন ভারতের মতো দেশ নিজেদের উন্নয়নশীল দাবি করে। অথচ আমেরিকা তাদের ভর্তুকি দেয়। অনেকে মনে করছেন, এ ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড়কেই ভর্তুকি বলেছেন তিনি। ট্রাম্প জানান, ‘‘এটা বন্ধ করছি।’’ উল্টে মার্কিন অর্থনীতিকে উন্নয়নশীল তকমা দিয়ে, মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁদের লক্ষ্য দ্রুততম বৃদ্ধির দেশ হওয়াই।

চিনের ‘বৃহৎ আর্থিক শক্তি’ হয়ে ওঠার বিষয়টি স্বীকার করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থাকে তাঁর কটাক্ষ, ‘‘এরা সম্ভবত সকলের থেকে খারাপ। যারা চিনের বৃহৎ আর্থিক শক্তি হয়ে ওঠার বিষয়টি মেনে নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump USA India Subsidy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE