Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শুল্ক নিয়ে ভারতকে আবারও আক্রমণ

রবিবার ভারতীয় সময় গভীর রাতে উইসকনসিনের গ্রীন বে শহরে এক সভায় ট্রাম্প শুল্ক নিয়ে ভারতের পাশাপাশি অভিযোগের আঙুল তুলেছেন চিন, জাপানের বিরুদ্ধেও।

 ডোনাল্ড ট্রাম্প। ছবি- এএফপি।

ডোনাল্ড ট্রাম্প। ছবি- এএফপি।

সংবাদ সংস্থা 
ওয়াশিংটন ও বেজিং শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০৪:১২
Share: Save:

ভারতকে আগে বলেছিলেন ‘শুল্কের রাজা’। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আমেরিকার বহু ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, এমন অভিযোগও করছেন মাঝেমধ্যেই। এ বার ফের ভারতের শুল্ক নীতি নিয়ে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্লে ডেভিডসন বাইকে ভারতের শুল্ক নিয়ে আগে সমালোচনা করেছিলেন তিনি। এ বার তাঁর তোপ কাগজে তৈরি পণ্যের উপরে আমদানি শুল্ক নিয়ে।

রবিবার ভারতীয় সময় গভীর রাতে উইসকনসিনের গ্রীন বে শহরে এক সভায় ট্রাম্প শুল্ক নিয়ে ভারতের পাশাপাশি অভিযোগের আঙুল তুলেছেন চিন, জাপানের বিরুদ্ধেও। মার্কিন কাগজের পণ্যে ভারত, চিন, ভিয়েতনাম চড়া শুল্ক নিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, অন্য দেশের কাগজের পণ্যে আমেরিকা আমদানি শুল্ক বসায় না। কিন্তু উইসকনসিনে তৈরি কাগজের পণ্য বিদেশে রফতানি করলে চড়া শুল্ক নেওয়া হয়। ট্রাম্প জানান, চিন, জাপান, ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়েও তাঁরা যে সমস্ত পদক্ষেপ করছেন, আইনসভা তাতে অনুমোদন দেবে বলেই তাঁর আশা। হার্লে ডেভিডসন মোটরবাইকের উপর আগে ১০০% আমদানি শুল্ক নিত ভারত। নরেন্দ্র মোদী সরকার তা কমিয়ে ৫০% করে। ট্রাম্পের দাবি, শুল্ক যা কমানো হয়েছে তা যথেষ্ট নয়।

এ দিকে মার্কিন পণ্যে চিনের অতিরিক্ত শুল্ক ও মেধাসত্ত্ব নিয়ে অভিযোগ রয়েছে আমেরিকার। সমাধানের রাস্তা খুঁজতে দুই দেশের মধ্যে আলোচনাও প্রায় শেষের মুখে। বেজিংয়ের খবর, আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথাইজার এবং অর্থ সচিব স্টিভেন মনুচিন ৩০ এপ্রিল চিনে যাচ্ছেন দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসঙ্গে কথা বলতে। তার পরে চিনের ভাইস প্রিমিয়ার লিউ হি আগামী ৮ মে ওয়াশিংটন যাবেন ট্রাম্প সরকারের সঙ্গে বৈঠক করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA India Donald Trump Tariff
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE