কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট (স্যাট-নেট) পরিষেবার জন্য সংস্থাগুলিকে কী হারে লাইসেন্স ফি দিতে হবে, সে ব্যাপারে কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল টেলিকম দফতর (ডট)। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেলেই তা কার্যকর হয়ে যাবে। সূত্রের খবর, ট্রাইয়ের পরামর্শ খারিজ করে দিয়েছে ডট। লাইসেন্স বা ইউসেজ ফি বাবদ মোট আয়ের ৫% জমা দেওয়ার সুপারিশ করেছে তারা। ট্রাইয়ের পরামর্শ ছিল ৪%। শহরাঞ্চলে সংস্থাগুলিকে গ্রাহক পিছু ৫০০ টাকা দেওয়ার কথা বলেছিল ট্রাই। ডট তা-ও বাতিল করে দিয়েছে।
ডট সূত্রের বক্তব্য, গ্রাহকের সংখ্যা নির্ধারণ করা ও সেই অনুসারে টাকা আদায়ের প্রক্রিয়া জটিল। সে কারণে গ্রাহক পিছু ফি নেওয়ার পরামর্শ যুক্তিযুক্ত নয়। তবে সরকারের রাজস্ব ঘাটতি যাতে না হয়, সেই উদ্দেশ্যে লাইসেন্স ফি ৪ শতাংশের বদলে ৫% রাখা হচ্ছে। উল্লেখ্য, স্যাট নেটের ফি নিয়ে দীর্ঘদিন ধরেই ডটের সঙ্গে ট্রাইয়ের মতবিরোধ চলছিল। এখন জিএসও ভিত্তিক কৃত্রিম উপগ্রহ পরিষেবার (যে প্রযুক্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চলে) ক্ষেত্রে ৩%-৪% লাইসেন্স ফি দিতে হয়। সেখানে স্যাট-নেট পরিষেবার পরিধি অনেকটাই বিস্তৃত। ব্যবসার সুযোগও বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)