মোবাইল ফোনে অনেকেই ভুয়ো কল পান। এসএমএসে আসে ভুয়ো ‘লিঙ্ক’। সেই কলে সাড়া দিয়ে কিংবা লিঙ্ক খুলে আর্থিক ভাবে প্রতারিতও হন অসংখ্য মানুষ। এ বার এই ধরনের প্রতারণা রুখতে বিশেষ ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করল টেলিযোগাযোগ দফতর (ডট)। যার নাম ‘ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর’ (এফএফআরআই)। যা আর্থিক প্রতারণার ঝুঁকি চিহ্নিত করে বার্তা দেবে।
বৃহস্পতিবার কলকাতায় ডট আয়োজিত এক আলোচনাসভায় ‘ডিজিটাল কমিউনিকেশন কমিশন (পরিষেবা)’-এর সদস্য আনন্দ খারে বলেন, ‘‘নতুন ব্যবস্থায় কেউ প্রতারণার শিকার হয়ে ব্যাঙ্ক বা ইউপিআই মারফত অনলাইনে টাকা পাঠানোর চেষ্টা করলেই এফএফআরআই ব্যবস্থায় সংশ্লিষ্ট কল বা লিঙ্ক সম্পর্কে সতর্কবার্তা পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি।’’ খারে জানান, সুরক্ষা ব্যবস্থাটি কার্যকর করতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই ব্যাঙ্ক-সহ সব পক্ষ শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ পাবে।
টেলিযোগাযোগ সচিব নীরজ মিত্তল বলেন, ‘‘টেলিযোগাযোগ এবং ডিজিটাল ব্যবস্থা এখন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ডট তাই এগুলিকে ব্যবহার করে হওয়া সাইবার অপরাধ রুখতে বদ্ধপরিকর। আগেও নানা পদক্ষেপ হয়েছে। তবে সবচেয়ে আগে জরুরি টেলিযোগাযোগ ব্যবস্থাটির সুরক্ষা মজবুত করা।’’ এর জন্য পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর জোর দেন ডট-এর ডিরেক্টর জেনারেল সঞ্জীব কুমার বিদওয়ানি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)