Advertisement
১১ মে ২০২৪
Economic Growth

ফের কাঁচি ভারতে বৃদ্ধির পূর্বাভাসে

২০২১ সালের জন্য পূর্বাভাস ৫.৮ শতাংশই রেখেছে মূল্যায়ন সংস্থাটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৭:০৫
Share: Save:

নভেম্বরের পরে ১৭ ফেব্রুয়ারি ভারতের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছিল মুডি’জ়। বলেছিল, চাহিদায় ধাক্কা ও ঋণ বৃদ্ধির জেরে অর্থনীতি শ্লথ হয়েছে। ফলে এ বছর বৃদ্ধি দাঁড়াতে পারে ৫.৪%। মঙ্গলবার এক মাসের মাথায় করোনাভাইরাসের জেরে আর্থিক কর্মকাণ্ড ঝিমিয়ে পড়ার কথা জানিয়ে ফের পূর্বাভাস কমাল তারা। জানাল, তা হতে পারে ৫.৩%। তবে ২০২১ সালের জন্য পূর্বাভাস ৫.৮ শতাংশই রেখেছে মূল্যায়ন সংস্থাটি।

রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশ্ব ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠান অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে সতর্ক করেছে। মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি এ দিনই বলেছে, এ বছরে মন্দায় ডুবতে পারে বিশ্ব। বৃদ্ধি দাঁড়াতে পারে ১%-১.৫% বা তার কম।
স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা জানাচ্ছে, আঘাত থেকে বাঁচতে কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্ককে মিলে কাজ করতে হবে।

মুডি’জ়েরও মতে, করোনার জেরে চাহিদা ধাক্কা খেয়েছে। বসে গিয়েছে ব্যবসা-বাণিজ্য। যত বেশি দিন এই অবস্থা চলবে, মন্দার সম্ভাবনা তত বাড়বে। বিশেষত, যে সব দেশের শীর্ষ ব্যাঙ্ক ও সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করেছে এবং যাদের হাতে আর ব্যবস্থা নেওয়ার মতো অস্ত্র সে ভাবে নেই, তারা বেশি ধাক্কা খাবে। যে কারণে অবিলম্বে করোনা আটকানোর ব্যবস্থা করা উচিত, মত তাদের।

মুডি’জ়ের মতে

• করোনাভাইরাসের ধাক্কায় ২০২০ সালে ভারতের বৃদ্ধির হার হতে পারে ৫.৩%। ২০২১ সালে ৫.৮%।

• ফেব্রুয়ারির পূর্বাভাস ছিল যথাক্রমে ৫.৪% এবং ৫.৮%।

• আর নভেম্বরে ছিল যথাক্রমে ৬.৬% এবং ৬.৭%।

(মুডি’জ় বৃদ্ধির হারের হিসেব কষে ক্যালেন্ডার বর্ষের ভিত্তিতে)

এসঅ্যান্ডপির দাবি

• এ বছরে বিশ্বের অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে।

• বিশ্ব জুড়ে বৃদ্ধির হার হতে পারে ১%-১.৫%।

• তা আরও নামার আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাস ছাঁটাইয়ের পরে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের তোপ দেগেছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী বলেন, ‘‘আর্থিক সুনামি আসছে। বলতে খারাপ লাগছে আগামী ছ’মাসে কোটি কোটি মানুষকে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করতে হবে। করোনার আগে থেকেই বলছি। কেন্দ্র অর্থনীতির সুরক্ষার কথা বলছে না।’’

রাহুলের কথায়, ‘‘এরা (কেন্দ্র) মুডি’জ়, এসঅ্যান্ডপি, ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নে চলতে চায়। কিন্তু প্রস্তুতি না-নিলে ভয়ঙ্কর অবস্থা হবে। এটা একটা ব্যাঙ্কের সমস্যা নয়। বহু ব্যাঙ্ক ডুবতে পারে। প্রধানমন্ত্রীকে বলব, বালিতে মুখ গুঁজে না-থেকে চার দিকে দেখুন।’’ তবে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ফের দাবি, অর্থনীতিতে করোনার প্রভাব পরিসংখ্যানে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Economic Growth India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE