আমেরিকার বসানো ৫০% শুল্কের জেরে হওয়া ক্ষতি সামাল দিতে সরকারের সাহায্য চাইল ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারীদের সংগঠন ইইপিসি। দাবি করল, ওই দেশে পণ্য রফতানি করতে যে আর্থিক ক্ষতি হচ্ছে, তার অন্তত ১৫% পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রের সঙ্গে বৈঠক করেন ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান পঙ্কজ চাঢা। কী ভাবে সরকার ইঞ্জিনিয়ারিং শিল্পের পাশে দাঁড়াতে পারে, সে সম্পর্কে মলহোত্রের সামনে দু’টি প্রস্তাব তুলে ধরেছেন তিনি। এগুলি হল—
- এক, কেন্দ্র যেন ফের ‘ইন্টারেস্ট ইকুয়ালাইজ়েশন স্কিম’ (আইইএস) চালু করে। এতে ব্যাঙ্ক ঋণের সুদে ৩% ভর্তুকি পান ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারীরা। প্রকল্পটির মেয়াদ কিছু দিন আগে শেষ হয়েছে।
- দুই, আমেরিকায় পণ্য রফতানি করে পাওয়া ডলার ভারতে এনে টাকায় রূপান্তরিত করতে যেন আরইইআর (রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট অব রুপি) রেটের সুবিধা পান রফতানিকারীরা। এখন ডলার বাজার দর অনুযায়ী ভাঙানো হয়। কিন্তু আরইইআর-এ ডলারের দাম বেশি পাওয়া যায়। সূত্রের খবর, এখন ডলারের বাজার দর যেখানে ৮৮ টাকার আশেপাশে, সেখানে আরইইআরের হারে তা প্রায় ১০২ টাকা।
ইইপিসি জানিয়েছে, আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পণ্য পাঠাতে ৩০% বাড়তি খরচ হচ্ছে। তাদের প্রস্তাব দু’টি মেনে নিলে এর ১৫% খরচ পুষিয়ে যাবে। বাকি ১৫% রফতানিকারীরা বইবেন। ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিকারী নিপা এক্সপোর্টসের ডিরেক্টর রাকেশ শাহ বলেন, “শুধু সুদে ভর্তুকি যথেষ্ট নয়। আরইইআর রেটে ডলার ভাঙানোর সুবিধা দেওয়া হলে চাপ অনেক কমবে। আমরা শুধু আমেরিকায় রফতানি থেকে আয় করা ডলারের ক্ষেত্রেই এই সুবিধা চাইছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)