পুজোর মুখে ফের ‘এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন’ বা ইপিএফও-র গ্রাহকদের জন্য সুখবর। এ বার আরও সহজে টাকা তুলতে পারবেন তাঁরা। সেই উদ্দেশ্যে ইপিএফও পোর্টালে ‘পাসবুক লাইট’ নামের একটি পরিষেবা চালু করেছে কেন্দ্র। টাকা তোলার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবস্থাটিতে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) অবদান এবং ব্যালেন্স সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য খুব সহজে দেখতে পারবেন গ্রাহক।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ইপিএফও পোর্টালে নতুন পরিষেবা চালু করার বিষয়টি ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। তাঁর কথায়, ‘‘ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ‘পাসবুক লাইট’ নামের ব্যবস্থাটি চালু করা হয়েছে।’’ এতে গ্রাহকদের জন্য দক্ষ এবং স্বচ্ছ ডিজিটাল পরিষেবার আশ্বাস দেন তিনি।
বর্তমানে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে হলে গ্রাহককে ইপিএফও পোর্টালে লগ ইন করতে হয়। এর পর ব্যালেন্স পরীক্ষা, অগ্রিম বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য পাসবুক বিকল্পটিকে বেছে নিতে হয় তাঁদের। সেখানে ঢোকার জন্য ফের এক বার লগ ইন করতে হয় সংশ্লিষ্ট গ্রাহককে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘পাসবুক লাইট’ ব্যবস্থায় এর বদল ঘটানো হয়েছে।
নতুন পরিষেবায় এক বার লগ ইন করলেই যাবতীয় তথ্য দেখতে পাবেন গ্রাহক। পাশাপাশি করা যাবে টাকা তোলার আবেদন। ‘পাসবুক লাইট’-এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড স্থানান্তকরণে নিয়মেও কিছু বদল করেছে ইপিএফও। এ বার থেকে অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট নিতে পারবেন গ্রাহক।