Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাণিজ্য ঘাটতির মুখে পড়তে পারে চিন

চিনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন-এর সংশ্লিষ্ট কমিটির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ঝাং ইয়ানশেং জানান, আর্থিক বৃদ্ধির রথকে এগিয়ে নিয়ে যেতে চিন আর পুরোপুরি রফতানির উপর নির্ভর করতে পারবে না, যেমন তারা করেছে গত ৩০ বছর ধরে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:৩১
Share: Save:

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় রফতানিকারী দেশ চিন। কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরে তাদের রফতানি কমতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্তের বদলে ঘাটতির মুখোমুখি হতে পারে চিন। সরকারি সূত্রে এই ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, আমদানিও বাড়ছে চিনে। তার জেরেও বাড়বে ঘাটতি।

চিনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন-এর সংশ্লিষ্ট কমিটির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ঝাং ইয়ানশেং জানান, আর্থিক বৃদ্ধির রথকে এগিয়ে নিয়ে যেতে চিন আর পুরোপুরি রফতানির উপর নির্ভর করতে পারবে না, যেমন তারা করেছে গত ৩০ বছর ধরে। তার কারণ, রফতানি কতটা বাড়ানো সম্ভব, তা বিশ্বের অন্যান্য দেশের বাজারের উপর নির্ভর করে। সে ক্ষেত্রে কিছু দেশের রক্ষণশীল নীতি চিনা রফতানি বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঝাং বলেন, পরবর্তী ধাপে বাণিজ্যে ভারসাম্য রাখায় জোর দেবে চিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Export Growth Rate চিন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE