কলকাতার সংস্থা এভারেডি এই অর্থবর্ষের মধ্যেই জম্মুতে একটি অ্যালকালাইন ব্যাটারি তৈরির কারখানা চালু করবে। সংস্থার এমডি শুভময় সাহার দাবি, ২০০ কোটি টাকা লগ্নি হবে দেশের প্রথম অ্যালকালাইন ব্যাটারি কারখানায়। বছরে তৈরি হবে ৩৬ কোটির বেশি ব্যাটারি।
সূত্রের খবর, প্রয়োজনীয় পরিবেশ, কাঁচামাল জম্মুতে পাওয়া সহজ। তাই সেখানে লগ্নি। তবে সংস্থার ব্যাটারি, টর্চ, আলো-সহ বিভিন্ন পণ্য তৈরির একাধিক কারখানা থাকলেও, কলকাতা তথা রাজ্যে একটিও নেই। শুভময়ের দাবি, সদর দফতর ছাড়াও গবেষণাগার রয়েছে এই শহরে। শীঘ্রই গবেষণাগারকে আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্র করে তোলা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)