Advertisement
১৮ এপ্রিল ২০২৪

উৎসবে ভাল বিক্রি গাড়ি শিল্পে

প্রত্যাশিত ভাবেই উৎসবের মরসুমে যাত্রী গাড়ি বিক্রি বাড়ল ভারতের বাজারে। গত বছরের চেয়ে এ বার অক্টোবরে বিক্রির হার ঊর্ধ্বমুখী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০২:১৮
Share: Save:

প্রত্যাশিত ভাবেই উৎসবের মরসুমে যাত্রী গাড়ি বিক্রি বাড়ল ভারতের বাজারে। গত বছরের চেয়ে এ বার অক্টোবরে বিক্রির হার ঊর্ধ্বমুখী। মঙ্গলবার যে-সব সংস্থা বিক্রির খতিয়ান প্রকাশ করেছে, তার মধ্যে ব্যতিক্রম টয়োটা। উৎসবে ছুটি ও কাবেরীর জলবণ্টন বিতর্কের কারণে কারখানা বন্ধ থাকার জন্যই ৬.০৬% বিক্রি কমেছে বলেই দাবি সংস্থার।

টাটা-মিস্ত্রি বিতর্কের মধ্যেই অবশ্য গত মাসটা ভাল কেটেছে টাটা মোটরসের। আগের বছরের চেয়ে এ বার তাদের যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ২৮%। যা গত চার বছরে সর্বোচ্চ। সংস্থার অন্যতম কর্তা ময়াঙ্ক পারিক জানান, তাঁদের ‘জেস্ট’ গাড়িটি বাজারে আসার পরে গত মাসেই সর্বাধিক বিক্রি হয়েছে।

দেশের বাজারে অক্টোবরে হুন্ডাইয়ের যাত্রী-গাড়ির বিক্রি ছাড়িয়েছে ৫০ হাজারের সীমা। যা সংস্থার ক্ষেত্রে রেকর্ড। গত বছরের চেয়ে বিক্রি বৃদ্ধির হার ৬.৪%।

দেশের বাজারে মারুতি-সুজুকির বিক্রি বেড়েছে ২.২%। ‘সিয়াজ’ ছাড়া তাদের ছোট ও সেডান ধরনের যাত্রী গাড়ির বিক্রি কমলেও, ‘ইউটিলিটি ভেহিকল’ বা কেজো গাড়ির বিক্রি বেড়েছে ৯০%।

নিসান মোট ৬১০৮টি গাড়ি বিক্রি করেছে। যা গত বছরের চেয়ে ৮৮% বেশি। ফোক্সভাগেন-এর বিক্রি বৃদ্ধির হার ৭০%। ভারতে সংস্থাটির যাত্রী গাড়ি বিভাগের ডিরেক্টর মাইকেল মায়ার জানিয়েছেন, অ্যামিও-র পরে আরও নতুন গাড়ি এ দেশের বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাঁদের।

যাত্রী গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ির বিক্রিও বাড়িয়েছে টাটা মোটরস ও অশোক লেল্যান্ড-এর মতো সংস্থা। অশোক লেল্যান্ড-এর বিক্রি বেড়েছে ২৮%। টাটাদের ১৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Festival season Car Sell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE