Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Petropol

পেট্রাপোলে বাণিজ্য নিয়ে চিঠি মমতাকে

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, বাণিজ্য বন্ধ থাকায় বন্দর এবং সংলগ্ন এলাকায় প্রায় ১৬০০ ভারতীয় ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পেট্রাপোল শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০২:১১
Share: Save:

পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি বন্ধ রইল শনিবারও। বন্দর কর্তৃপক্ষের দাবি, পণ্য আমদানি চালু করতে রাজ্যের নির্দেশ না-থাকায় তা শুরু করা যায়নি। এই পরিস্থিতিতে আমদানি চালুর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজ়েশন। সংগঠনের বক্তব্য, রাজ্যের হিলি ও মেহেদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য যাতায়াত শুরু হয়েছে। পেট্রাপোলেও একই ব্যবস্থা চালু হোক।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, বাণিজ্য বন্ধ থাকায় বন্দর এবং সংলগ্ন এলাকায় প্রায় ১৬০০ ভারতীয় ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেনাপোলে ৫৭০টি বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে ভারতে ঢোকার অপেক্ষায়। সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘‘বাংলাদেশ কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। করোনা ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ করে শীঘ্রই রফতানি-আমদানি শুরু হবে।’’ আর জেলা আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের সরকারি সদস্য গোপাল শেঠের দাবি, কথা চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। আশা, দ্রুত রফাসূত্র বেরোবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Petropol Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE