শেষ পর্যন্ত ১০ হাজারের ঘরে থিতু হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্টি। আগের দিন সামান্য পড়ার পরে বুধবার শেয়ার বাজার ফের বাড়ল। নিফ্টি ৫৬.১০ পয়েন্ট বেড়ে থামল ১০,০২০.৬৫ অঙ্কে। অন্য দিকে সেনসেক্স ১৫৪.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩২,৩৮২.৪৬ অঙ্কে।
এ দিন বিশেষ করে বেড়েছে ধাতু শিল্পের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। যেমন মুনাফা বাড়ার কারণে বেদান্তের শেয়ার দর বেড়েছে ২.৩৩%। গত জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে বেদান্তের নিট মুনাফা আগের বারের থেকে দ্বিগুণ বেড়েছে। একই কারণে দাম বেড়েছে টাটা স্টিল, হিন্দুস্তান জিঙ্ক এবং জিন্দল স্টিলের। মুনাফা বৃদ্ধির কারণে এক লাফে ৬.১০% বেড়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার দরও।
আগামী দিনে বাজার কেমন এগোবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন, সূচকের দৌড় লম্বা হবে। আবার অনেকের ধারণা, বাজার পড়বে। বিশেষজ্ঞদের দ্বিতীয় দলটি মনে করছেন, যে-কোনও সময়েই শেয়ারের দামে বড় মাপের সংশোধন বা কারেকশন আসতে পারে।