Advertisement
১১ মে ২০২৪

মুক্ত চিন্তার অভাবেই ধাক্কা আস্থায়

যুক্তির পক্ষে সওয়াল করতে গিয়ে কৌশিকবাবু ছুঁয়েছেন বৃদ্ধি থেকে বেকারত্বের মলিন ছবিকে। তাঁর দাবি, শুধু অর্থনীতি শ্লথ হয়নি, পরিসংখ্যানে স্পষ্ট বৈষম্যও বাড়ছে।

কৌশিক বসু।

কৌশিক বসু।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০৩:৫৯
Share: Save:

ভারতে অর্থনীতির ঝিমিয়ে পড়ার জন্য মুক্ত চিন্তার অভাবকেই কাঠগড়ায় তুললেন প্রাক্তন আর্থিক উপদেষ্টা ও বিশ্ব ব্যাঙ্কের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এক লেখায় তাঁর দাবি, অর্থনীতির মূল ভিত পোক্তই রয়েছে। কিন্তু টলে গিয়েছে সরকারের উপর লগ্নিকারীদের আস্থা। আর সেই ক্ষতির ভারই বইতে হচ্ছে অর্থনীতিকে। কৌশিকবাবুর মতে, যে প্রগতিশীল ঐতিহ্য দেশের বরাবরের সঙ্গী, তাকে পুনরুদ্ধার করে ফের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে ভারত।

যুক্তির পক্ষে সওয়াল করতে গিয়ে কৌশিকবাবু ছুঁয়েছেন বৃদ্ধি থেকে বেকারত্বের মলিন ছবিকে। তাঁর দাবি, শুধু অর্থনীতি শ্লথ হয়নি, পরিসংখ্যানে স্পষ্ট বৈষম্যও বাড়ছে। কৌশিকবাবুর ‌প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারতে ব্যবসা করা সহজ হয় কী ভাবে? কৌশিকবাবুর হুঁশিয়ারি, ‘‘দেখা যায় পোক্ত সরকারের দেশে অর্থনীতি দুর্বল হয়। আর ভারত, বহু বছর ধরে যার বৃদ্ধির হার ভাল, এখন সেই দিকেই ঝুঁকছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Economy India Kaushik Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE