আইএমএফ-এরএগ্জ়িকিউটিভ ডিরেক্টর পদে তিন বছরের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে নিয়োগে সায়দিল কেন্দ্র। মেয়াদ শেষের ছ’মাস আগে এপ্রিলে আচমকাই তৎকালীন এগ্জ়িকিউটিভ ডিরেক্টর কে ভি সুব্রহ্মণ্যনকে সরায় সরকার। যা নিয়ে জল্পনা ছড়ায় বিস্তর। সেই পদেই উর্জিতকে আনল তারা। ১৯৯০-১৯৯৫ পর্যন্ত আইএমএফে কাজের অভিজ্ঞতা রয়েছে পটেলের। যা এই দায়িত্ব সামলাতে সাহায্য করবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তবে একাংশ মনে করাচ্ছে, উর্জিতের সঙ্গেই রিজ়ার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার ভাগ, তাদের কাজে হস্তক্ষেপ নিয়ে মোদী সরকারের মতবিরোধ হয়েছিল। যার জেরে মেয়াদের আগে গভর্নর পদ ছাড়েন তিনি। এখন তাঁর নিয়োগে সেই দূরত্ব কিছুটা দূর হবে কি না, সেই প্রশ্ন উঠছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)