পরের মাসের শুরু থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে চার জন পর্যন্ত নমিনি বাছাইয়ের সুযোগ পেতে চলেছেন গ্রাহকেরা। ১ নভেম্বর থেকে ব্যাঙ্কিং বিল সংশোধনী কার্যকর হতে চলেছে। তার অধীনেই এই নিয়ম চালু হবে বলে বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে অর্থ মন্ত্রক। সমস্ত ব্যাঙ্কে নমিনির ক্ষেত্রে একই নিয়মের ব্যবস্থা করা এবং গ্রাহকের পরিবার বা উত্তরাধিকারের হাতে সম্পদ তুলে দেওয়ার বিষয়টি সরল করাই লক্ষ্য।
বলা হয়েছে, এ ক্ষেত্রে চাইলে কোনও গ্রাহক সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানতে একসঙ্গে সর্বাধিক চার জনকে বা এক জনের পরে এক জনকে নমিনি করতে পারবেন। একসঙ্গে নমিনির ক্ষেত্রে জমা অর্থে কার কত অংশীদারি, তা স্পষ্ট জানাতে হবে। তবে লকার বা ব্যাঙ্কের সেফ কাস্টডি-তে রাখা জিনিসের ক্ষেত্রে একমাত্র এক জনের পরে এক জনকেই নমিনি চিহ্নিত করে রাখা যাবে। প্রথম নমিনি মারা গেলে পরবর্তী ব্যক্তি ওই লকার ব্যবহার করতে পারবেন।
দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকা ব্যাঙ্ক বা পিএফ অ্যাকাউন্টে দাবিহীন বিপুল টাকা পড়ে থাকা নতুন নয়। যা সামাল দিতে ‘ব্যাঙ্কিং ল’জ় (সংশোধনী) বিলে ব্যবস্থা করা হয়েছে। ডিসেম্বরে লোকসভার পরে এপ্রিলে তা পাশ হয় রাজ্যসভায়। সংশোধনীর কিছু নিয়ম জুলাইয়ে চালু হয়েছে। নভেম্বরে হবে নমিনির নতুন নিয়ম।
নতুন নিয়ম
১ নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে চার জন পর্যন্ত নমিনি করতে পারবেন গ্রাহক।
সেভিংস অ্যাকাউন্ট ও স্থায়ী আমানতে একসঙ্গে চার জনকে বা এক জনের পরে এক জনকে নমিনি হিসেবে চিহ্নিত করা যাবে।
একসঙ্গে নমিনি করলে জমা অর্থে কার অংশীদারি কত, তা জানাতে হবে।
লকার বা ব্যাঙ্কের সেফ কাস্টডি-র ক্ষেত্রে এক জনের পরে এক জনকেই (সর্বাধিক চার জন) নমিনি করা যাবে। প্রথম নমিনি মারা গেলে পরের জন তা ব্যবহার করতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)