Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Business News

নগদে ১০ হাজারের বেশি ব্যবসায়িক খরচে লাগাম দিতে চায় কেন্দ্র

নয়া প্রস্তাবে ১০ হাজার টাকার বেশি খরচ সংক্রান্ত সংশোধনী ছাড়াও, আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

কালো টাকার বাড়বাড়ন্ত রুখতেই এই নয়া প্রস্তাব কেন্দ্রের।  ছবি: সংগৃহীত।

কালো টাকার বাড়বাড়ন্ত রুখতেই এই নয়া প্রস্তাব কেন্দ্রের। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৬:৫৮
Share: Save:

ব্যবসা বা অন্য কোনও পেশাদারি ক্ষেত্রে নগদে ১০ হাজার টাকার উপর খরচ বন্ধ করতে চায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ওই ধরনের কোনও খরচ দেখালেই দিতে হবে জরিমানা। এই খবর জানাচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। কালো টাকার বাড়বাড়ন্ত রুখতে আরও কড়া হওয়ার লক্ষ্যেই এই নয়া প্রস্তাব কেন্দ্রের। নতুন প্রস্তাব গৃহীত হলে নগদে লেনদেনের হার অনেকটাই কমবে বলে আশা নরেন্দ্র মোদী সরকারের।

চলতি বছরের মার্চে অর্থ বিলে সংশোধনী প্রস্তাব করে নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা ২ লক্ষে কমিয়ে এনেছিল কেন্দ্রীয় সরকার। এর আগে তা ছিল ৩ লক্ষ টাকা।

আরও পড়ুন

লক্ষ্য ছাড়িয়েছে জিএসটি: জেটলি

গয়নার হাব গড়তে ৬ একর দিচ্ছে রাজ্য

নয়া প্রস্তাবে ১০ হাজার টাকার বেশি খরচ সংক্রান্ত সংশোধনী ছাড়াও, আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

সেগুলি কী কী?

অর্থ মন্ত্রক সূত্রে খবর, নয়া প্রস্তাবে অনুযায়ী, ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনে পরিষেবা কর বসানো হবে। এক দিনে কোনও এক জন ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ বা তার বেশি টাকা নগদ লেনদেনও নিষিদ্ধ হবে। এ ছাড়া, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করার প্রস্তাব আনা হয়েছে। এ ক্ষেত্রে ২০ হাজার বা তার বেশি টাকা নগদে গ্রহণ করতে বা ফেরত দিতে পারবেন না কোনও ব্যক্তি। আয়কর দফতর জানিয়েছে, এ ধরনের কোনও লেনদেন হলেই জরিমানার আওতায় পড়বেন সংশ্লিষ্ট ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cash Transaction Black Money Cash Payments
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE