চা পর্ষদের নির্দেশে সোমবার থেকে চা পাতা তোলার কাজ শুরু হচ্ছে ডুয়ার্স, তরাইয়ের চা বলয়ে। কিন্তু শীতের প্রভাব এবং বৃষ্টির অভাবে অনেক বাগানেই পাতার বৃদ্ধি হয়নি। ফলে আশঙ্কা, কয়েকটিতে এখন পাতা তোলা যাবে না।
চা বাগান মালিকদের সংগঠন আইটিপি-র ডুয়ার্স শাখার সচিব রাম অবতার শর্মা বলেন, ‘‘রহিমপুর, দলগাঁও, মাঝেরডাবরি চা বাগানে সোমবার থেকেই পাতা তোলা শুরু
হচ্ছে।’’ অপর সংগঠন ডিবিআইটি-র এক কর্তা তথা ওয়াশাবাড়ি বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডলেরও দাবি, ‘‘অনেক বাগান পাতা তোলার প্রস্তুতি নিয়েছে। আমরাও অপেক্ষায় রয়েছি।’’ গত ৩০ নভেম্বর ডুয়ার্স-তরাইয়ে চা পাতা তোলা বন্ধ হয়। ১০ ফেব্রুয়ারি থেকে ফের তোলার নির্দেশ দেয় চা পর্ষদ। বিভিন্ন বাগান সূত্রে খবর, এ বার বৃষ্টির ঘাটতি ছিল। টানা সুখা মরসুমে কৃত্রিম জলসেচ দিয়েও তা মেটেনি। শীতের প্রভাবও আছে। অথচ চা গাছ ছাটাইয়ের পরে নতুন পাতার বড় হতে রোদ, বৃষ্টি লাগে। তা না থাকায় অনেক বাগানে সেটা হয়নি। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘‘অধিকাংশ ছোট চা বাগানেও পর্যাপ্ত পাতা নেই। তাই সর্বত্র হয়তো সোমবার থেকে তোলা যাবে না। আমরা চাই, বছরভর পাতা তুলতে দেওয়া হোক।’’
বেতগুড়ি চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্যের বার্তা, ‘‘কয়েক দিন পাতা তুলব। পরিস্থিতি বুঝে কিছু দিন বন্ধ রাখতে হতে পারে। ফের নতুন চা পাতা হলে তোলা হবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)