লাগামছাড়া গতিতে ছুটছে সোনা-রুপোর দাম। শুক্রবার কলকাতায় খুচরো রুপোর কেজি এই প্রথম উঠল১,৯৪,২০০ টাকায়। জিএসটি ধরে পেরোল ২ লক্ষ টাকার মাইলফলক। ১০ গ্রাম খুচরো পাকা সোনাও (২৪ ক্যারাট) নজির গড়ল ১,৩২,০৫০ টাকা ছুঁয়ে। ফলে নতুন শিখরে পা রেখেছে গয়নার সোনাও।
সংশ্লিষ্ট মহলের দাবি, আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে সোনা-রুপো। বিয়ের গয়না কিনতে গিয়ে বিপাকে বহু মানুষ। তবে একাংশ সব কিছু বাদ দিয়ে সোনা কিনছেন লগ্নির লক্ষ্যে। কারণ, এর মতো রিটার্ন আর কিছুতে মিলছে না। অন্য দিকে, শিল্পের প্রয়োজনে রুপোর চাহিদা বরাবরই বেশি ছিল। এখন সোনার বিকল্প দামি ধাতু হিসেবেও কদর বাড়ছে। সেই তুলনায় জোগান কম থাকায় দাম বাড়ছে লাফিয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)