নজিরভাঙা উচ্চতা থেকে কিছুটা নামল রুপো। কিন্তু দুশ্চিন্তা বাড়িয়ে আরও চড়ল সোনার দাম। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতায় খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) মাথা তুলল ৯০০ টাকা। একই হারে বেড়েছে গয়নার সোনাও। যার জেরে এ বছরের বিয়ের মরসুমে কেনাকাটায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে স্বর্ণশিল্প মহলের একাংশ। তবে এই দাম বৃদ্ধি সুবিধা করে দিচ্ছে লগ্নিকারীদের। বড় ক্রেতা তো বটেই, সাধারণ মানুষের একাংশও এখন পাকা সোনা (বুলিয়ন) বা রুপোয় টাকা ঢালছেন লগ্নির মাধ্যম হিসেবে।
এ দিন শহরে খুচরো পাকা সোনা পৌঁছেছে ১,৩২,৯৫০ টাকায়। জিএসটি নিয়ে ১,৩৬,৯৩৮.৫ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট ১০ গ্রাম) ১,২৬,৪০০ টাকা। কর ধরে তা ১,৩০,১৯২ টাকা। দুই দরই তৈরি করেছে নতুন নজির। তবে জিএসটি ছাড়া শনিবার কেজিতে রুপোর দাম কমেছে ৪৪০০ টাকা। বাট হয়েছে ১,৮৯,৭০০ টাকা। খুচরোর দাম আরও ১০০ টাকা বেশি। উল্লেখ্য, শুক্রবার প্রথমবার রুপো রেকর্ড গড়ে পেরিয়েছিল ২ লক্ষ টাকার গণ্ডি।
বুলিয়ন ব্যবসায়ী জে জে গোল্ড হাউসের কর্তা হর্ষদ অজমেঢ়ার মতে, সোনার দাম বেড়েছে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের সুদ ছাঁটায়। ফলে লগ্নির গন্তব্য হিসেবে ধাতুটির চাহিদা বেড়েছে। মাথা তুলেছে দাম। তবে এই ধারা বজায় থাকবে কি না, সেটা কয়েক দিন না দেখে বলা যাবে না। রাখাল চন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীন চন্দ্রের বক্তব্য, ‘‘বিয়ের মরসুম চলছে। কিন্তু মধ্যবিত্ত ক্রেতারা দাম নিয়ে বিভ্রান্ত। যাঁদের না কিনলেই নয়, তাঁরাই আসছেন। এমনকি শখের গয়না কেনার চলও প্রায় নেই।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)