আরও বাড়ল সোনার দাম। বুধবার কলকাতায় খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট ১০ গ্রাম) মাথা তুলল ২৫০০ টাকা। যার হাত ধরে ফের তা পা রাখল নতুন শিখরে। আর এই নিয়ে চলতি বছরে প্রায় ৪০ বার নজির গড়ল সোনা। রুপোর দামও এ দিন বেড়েছে কেজিতে ৩৬৫০ টাকা। স্বর্ণশিল্পের একাংশের মতে, সোনা-রুপোর দামের এই ঊর্ধ্বগতি ইতিবাচক। দামি ধাতুতে লগ্নিকারীরা বিপুল মুনাফা করছেন। এত দ্রুত এমন দাম বৃদ্ধির কারণেই সোনা, রুপোয় বিনিয়োগের প্রবণতাও বাড়ছে। বড় ক্রেতা তো বটেই, সাধারণ মানুষের একাংশও এখন পাকা সোনা (বুলিয়ন) বা রুপোয় টাকা ঢালছেন।
এ দিন খুচরো পাকা সোনা হয়েছে ১,২৩,০৫০ টাকা। জিএসটি নিয়ে ১,২৬,৭৪১.৫ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট ১০ গ্রাম) ১,১৭,০০০ টাকা। কর ধরে ১,২০,৫১০ টাকা। কেজিতে রুপোর বাট ১,৫৩,৮০০ টাকা। খুচরোর দাম আরও ১০০ টাকা বেশি। জিএসটি নিয়ে দুই দর যথাক্রমে ১,৫৮,৪১৪ এবং ১,৫৮,৫১৭ টাকায়।
বুলিয়ন ব্যবসায়ী জে জে গোল্ডহাউসের ডিরেক্টর হর্ষদ অজমেঢ়ার মতে, শুল্ক, ভূ-রাজনৈতিক সমস্যার সঙ্গে যোগ হয়েছে আমেরিকায় সরকারি কাজ বন্ধের প্রভাবও। ফলে লগ্নিকে বাঁচাতে বিশ্ব জুড়ে সোনা-রুপোর কদর বাড়ছে। বাড়ছে তার দামও। এ জন্য দায়ী ডলারের নিরিখে তলিয়ে যাওয়া টাকাও। তাঁর বক্তব্য, ‘‘রুপোয় প্রিমিয়াম (মুনাফা, পরিবহণ খরচ ইত্যাদি মিলিয়ে বাড়তি দাম) ছিল আউন্সে ১২ সেন্ট। এখন ১০০ সেন্ট (১ ডলার)। অথচ ইটিএফ ও কমোডিটি মার্কেট বা পণ্য বাজারের পাশাপাশি বহু মানুষ সোনা-রুপো কিনছেন। যা চাহিদা বাড়িয়ে দামকে ঠেলে তুলছে।’’ তবে প্রায় ১০% মতো সংশোধনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)