তীব্র অনিশ্চয়তার আবহে শুক্রবার কলকাতায় ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম নজির গড়ে হল ১,০৩,১০০ টাকা। জিএসটি নিয়ে ১,০৬,১৯৩। গয়নার সোনাও কর সমেত ১,০০,৯৪০ টাকা হয়েছে। গয়না ব্যবসায়ী বিনয় সিংহ বলছেন, ‘‘সোনা প্রায় রোজ ১০০০ টাকা করে বাড়ছে। তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে। বিক্রি তলানিতে। সিংহভাগ ক্রেতা পুরনো সোনা দিয়ে নতুন গয়না কিনছেন।’’ স্বর্ণঋণ সংস্থা আইআইএফএল-এর আঞ্চলিক কর্তা নিলয় ঘোষ জানান, সোনা বন্ধক রেখে ধার লাফিয়ে বাড়ছে।
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান শ্যাম মেহরার দাবি, ট্রাম্প-শুল্কের জেরে অস্থির শেয়ার বাজার। আমেরিকায় সুদ কমলে বন্ড-সহ সুদ ভিত্তিক লগ্নির টানও কমবে। এই দুয়ের প্রভাব সোনা কেনা বাড়াচ্ছে। তার উপর চাহিদা বেড়েছে উৎসবের মরসুমের মুখে। যা দাম বাড়াচ্ছে বিশ্ব বাজারে। ভারতের দরকেও ঠেলে তুলছে। বিশেষত এখানে যেহেতু আমদানির খরচও বাড়ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)