Advertisement
০৫ মে ২০২৪

এশিয়ায় কর্মী ছাঁটছে গোল্ডম্যান স্যাক্স

আর্থিক সঙ্কটের জেরে এশিয়া জুড়ে শ্লথ হয়েছে তাদের কাজ-কারবার। আর সেই যুক্তিতেই মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্স সেখানে কর্মী কমানোর রাস্তায় হাঁটছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৯
Share: Save:

আর্থিক সঙ্কটের জেরে এশিয়া জুড়ে শ্লথ হয়েছে তাদের কাজ-কারবার। আর সেই যুক্তিতেই মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্স সেখানে কর্মী কমানোর রাস্তায় হাঁটছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। তারা জানিয়েছে, এশিয়ায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে জাপান বাদে অন্যত্র ৩০০টি চাকরির ৩০ শতাংশই ছেঁটে ফেলার পরিকল্পনা করেছে গোল্ডম্যান। যার বেশির ভাগটাই হংকং, সিঙ্গাপুর ও চিনে হবে বলে ইঙ্গিত। এই তিনটি দেশেই এশিয়ার প্রধান তিন দফতর চালায় বহুজাতিকটি। তবে গোল্ডম্যানের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

ছাঁটাই যে হতে পারে, সে ইঙ্গিত অবশ্য মিলেছিল আগেই। যখন গোল্ডম্যান বলেছিল বছরে ৭০ কোটি ডলার বাঁচাতে খরচ কমানোর ছক কষার কথা। যার কারণ, এশিয়ায় ব্যবসা করতে গিয়ে বিপুল চ্যালেঞ্জের মুখে পড়া। সংযুক্তি ও অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির সম্ভাবনা এখানে এতটাই ক্ষীণ যে, দ্বিতীয় ত্রৈমাসিকে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং থেকে তাদের আয় ১১% পড়ে গিয়েছে। তাই সংস্থার ছাঁটাই-কোপের তলায় মূলত সংযুক্তি-অধিগ্রহণ এবং মূলধনী বাজার নিয়ে কাজ করা বিভিন্ন শাখাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goldman Sachs Asia Investment Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE