রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের সম্ভাব্য উদ্যোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে ব্যাঙ্কিং শিল্পের তথ্য, এই অর্থবর্ষের (২০২৫-২৬) দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মিলিত মুনাফা ৯% বেড়ে ৪৯,৪৫৬ কোটি টাকায় পৌঁছেছে। তৈরি করেছে নজির। অর্থবর্ষের প্রথমার্ধেও (এপ্রিল-সেপ্টেম্বর) তাদের মুনাফা পৌঁছেছে নতুন উচ্চতায়।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেসরকারিকরণ হলেই যে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া বিঘ্নিত হবে এমনটা নয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এরই মধ্যে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আর্থিক ফল প্রকাশ হয়েছে। মোট মুনাফা পৌঁছেছে ৪৯,৪৫৬ কোটি টাকায়। যা আগে কখনও হয়নি। বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের মুনাফা ১০% বেড়ে হয়েছে ২০,১৬০ কোটি। শতাংশের হিসাবে মুনাফা সবচেয়ে বেড়েছে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের। ৫৮% বেড়ে তা হয়েছে ১২২৬ কোটি টাকা। এপ্রিল-জুন ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মুনাফা ছিল ৪৪,২১৮ কোটি। ফলে বছরের প্রথমার্ধে তাদের মোট মুনাফা পৌঁছেছে ৯৩,৬৭৪ কোটি টাকায়। এই প্রথম বার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)