গত ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাকে মেশানোর প্রস্তাব দেন। সেগুলি হল ওরিয়েন্টাল ইনশিয়োরেন্স, ন্যাশনাল ইনশিয়োরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স। কিন্তু তাদের আর্থিক স্বাস্থ্যের দিকটি বিশ্লেষণ করে সেই প্রস্তাব নিয়ে আর এগোনো হয়নি। বরং আরও পুঁজি ঢেলে সংস্থাগুলির হাল ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সূত্রের খবর, এখন তিন সংস্থার আর্থিক স্বাস্থ্য সম্পর্কে সন্তুষ্ট সরকার। তাই সংযুক্তির সম্ভাবনা নতুন ভাবে খতিয়ে দেখতে চাইছে তারা। তবে ভাবনাচিন্তা প্রাথমিক।
এর আগে ২০২০ সালের জুলাইয়ে মন্ত্রিসভার বৈঠকে সংযুক্তিকরণ প্রস্তাব বাতিল করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ বিমা সংস্থাগুলিতে ১২,৪৫০ কোটি টাকা ঢালা হবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৭,৪৫০ কোটি টাকা ঢালা হয়েছে সেখানে। পাশাপাশি, ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রীনির্মলা সীতারামন ঘোষণা করেন, দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার বেসরকারিকরণ করা হবে। সেই লক্ষ্যে সংসদে সাধারণ বিমা সংক্রান্ত আইন সংশোধন করাহয়। কেন্দ্রকে সায় দেওয়া হয় সংস্থাগুলিতে অংশীদারি ৫১ শতাংশেরনীচে নামানোর। খোলা হয় বেসরকারি সংস্থাগুলিকে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় অংশীদারি বাড়ানোর সুযোগ। বিমার বাজার আরও প্রসারিত করতে সম্প্রতি এই ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নি ৭৪% থেকে ১০০% করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এ সংক্রান্ত বিল পেশ হতে পারে সংসদের শীতকালীন অধিবেশনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)