Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাষ্ট্রায়ত্ত হোক জিএসটিএন, চায় কেন্দ্র

জিএসটি নেটওয়ার্ক বা জিএসটিএন-কে সরকারি সংস্থায় রূপান্তরিত করার বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র। এখন বিভিন্ন বেসরকারি সংস্থার হাতেই রয়েছে জিএসটিএন-এর সিংহভাগ (৫১%) অংশীদারি। আর কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে ৪৯%।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৩:১৫
Share: Save:

জিএসটি নেটওয়ার্ক বা জিএসটিএন-কে সরকারি সংস্থায় রূপান্তরিত করার বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র। এখন বিভিন্ন বেসরকারি সংস্থার হাতেই রয়েছে জিএসটিএন-এর সিংহভাগ (৫১%) অংশীদারি। আর কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মিলিয়ে ৪৯%।

পণ্য পরিষেবা কর (জিএসটি)-এর তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর দায়িত্বে রয়েছে এই সংস্থা। এটিতে ১০০% বা সিংহভাগ সরকারি মালিকানা রাখার বিষয়টি বিবেচনা করে দেখতে অর্থ সচিব হাসমুখ আঢিয়াকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি পরিষদ।

যে-সব বেসরকারি সংস্থার হাতে জিএসটিএনের ৫১% শেয়ার রয়েছে, তার মধ্যে আছে: এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিাই ব্যাঙ্ক, এলআইসি হাউসিং ফিনান্স, এনএসই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট।

চুক্তি করবে ক্ষুদ্রশিল্প মন্ত্রক: জিএসটিএনের সঙ্গে শীঘ্রই চুক্তি করবে ক্ষুদ্র-মাঝারি শিল্প মন্ত্রক। জিএসটিএনের তথ্যভাণ্ডারে ১ কোটি ছোট-মাঝারি সংস্থা রয়েছে। সেই তথ্য ভাগাভাগি করতেই এই চুক্তি। কারণ, মন্ত্রকের ‘উদ্যোগ আধার’ পোর্টালে নথিভুক্ত রয়েছে মাত্র ৪৪ লক্ষ সংস্থা।

রাজ্যের গণ্ডিতে ই-ওয়ে বিল: একটি রাজ্যের নিজস্ব সীমানার মধ্যে ৫০ হাজার টাকার পণ্য পরিবহণে ই-ওয়ে বিল চালু হচ্ছে ১৫ এপ্রিল থেকে। আপাতত তা চালু হচ্ছ পাঁচ রাজ্যে— অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাত, কেরল এবং উত্তরপ্রদেশ। এর আগে বিভিন্ন রাজ্যের মধ্যে তা চালু হয়েছে ১ এপ্রিল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST GSTN GST Council Arun Jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE