তেল ও গ্যাস উত্তোলন, উৎপাদন ও তৎসংক্রান্ত পরিষেবায় জিএসটি-র হার ১২% থেকে বেড়ে হতে চলেছে ১৮%। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এর ফলে এই ক্ষেত্রে খরচ বাড়বে। লাভের অনুপাত কমবে। ফলে উৎসাহ হারাতে পারে দেশের মাটিতে জ্বালানি উৎপাদন এবং তার আমদানি কমানোর প্রক্রিয়া।
পেট্রোপণ্য এমনিতে জিএসটি-র বাইরে। তবে তার উৎপাদন সংক্রান্ত বিভিন্ন কাজকর্মে তা রয়েছে। গতকাল জিএসটি পরিষদ বিভিন্ন পণ্য ও পরিষেবায় করের হার কমালেও অশোধিত তেল ও গ্যাসের খনন, উত্তোলন এবং পাইপলাইন পরিষেবায় তা বাড়িয়েছে। মূল্যায়ন সংস্থা ইক্রা-র অন্যতম কর্তা প্রশান্ত বশিষ্ট জানিয়েছেন, গত এপ্রিল থেকে বিশ্ব বাজারে তেলের দাম কমেছে। ফলে কমেছে উত্তোলন ও শোধনের মুনাফা। এরই মধ্যে জিএসটি বৃদ্ধি পাওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে এই সমস্ত কর্মকাণ্ডের খরচও বাড়ছে। ফলে তেল শোধন সংস্থাগুলি দ্বিগুণ চাপে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)