Advertisement
১১ মে ২০২৪
jewellery

jewellery: এ বার বাকি গয়নাতেও হলমার্কিং

আগে কয়েক দফায় দেশের ২৬০টি জেলাকে হলমার্কের আওতায়আনা হয়েছিল। এ দিন আরও ২৮টিকে আনার ফলে ওই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ০৬:২২
Share: Save:

আগেই ১৪, ১৮ এবং ২২ ক্যারাটের সোনার গয়নায় বাধ্যতামূলক করা হয়েছিল হলমার্কিং। বুধবার থেকে ২০, ২৩ এবং ২৪ ক্যারাটের ক্ষেত্রেও চালু হল সেই ব্যবস্থা। ফলে এখন থেকে সব ধরনের সোনার গয়না হলমার্কিংয়ের আওতায় চলে এল।

এর আগে কয়েক দফায় দেশের ২৬০টি জেলাকে হলমার্কের আওতায়আনা হয়েছিল। এ দিন আরও ২৮টিকে আনার ফলে ওই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৮। এর মধ্যে কলকাতা-সহ রাজ্যের ১৯টি জেলা রয়েছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব হলমার্কিং সেন্টার্সের প্রাক্তন সভাপতি হর্ষদ অজমেঢ়া জানান, ‘‘এক বছরের মধ্যে সব জেলাকে বাধ্যতামূলক হলমার্কিং ব্যবস্থার আওতায় আসনে চায় কেন্দ্র।’’ তিনি জানান, এখন সারা দেশে ১১৫২টি হলমার্কিং কেন্দ্র আছে। এক বছরের মধ্যে আরও ২৭৫টি চালু করার পরিকল্পনা রয়েছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে-র কথায়, ‘‘এখন হলমার্ক করানোর জন্য গয়না প্রতি ৪৫ টাকা দিতে হয় ক্রেতাদের। এ দিন থেকে যে গয়নাগুলি যুক্ত হল সেগুলির ক্ষেত্রেও একই হারে চার্জ গুনতে হবে।’’

তবে দেশে হলমার্কিং পরিকাঠামো তৈরির কাজ পুরোপুরি শেষ না করে ব্যবস্থাটি চালু করার ফলে ছোট গয়নার দোকানগুলি সমস্যায় পড়ছে বলে জানান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার। টগরবাবু বলেন, ‘‘ছোট দোকানগুলির হাতে এক লপ্তে বেশি গয়নার বরাত থাকে না। অথচ হলমার্ক কেন্দ্রগুলি কমপক্ষে পাঁচটি গয়না নেয়। কম গয়না নিয়ে যাওয়া হলেও চার্জ লাগে পাঁচটি গয়নারই। অর্থাৎ একটি গয়না হলমার্ক করাতে হলেও ২২৫ টাকা খরচ হয়। সঙ্গে রয়েছে জিএসটি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

jewellery Hallmark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE