বিশ্বব্যাপী নামজাদা সিইওদের তালিকায় আরেকবার নাম লিখিয়ে ফেললেন এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী।
ব্যারন পত্রিকা কর্তৃক প্রকাশিত ওই তালিকায় গোটা বিশ্বের ৩০ জন সিইওর মধ্যেই আদিত্য পুরীর নামটিও আছে। প্রথম ভারতীয় সিইও হিসেবে সেরা ৩০ জন সিইওর মধ্যে ব্যারন পত্রিকায় ঠাঁই করে নিয়েছেন পুরী। তবে এই প্রথম নয়। এই নিয়ে চতুর্থ বার এই তালিকায় আদিত্য পুরীর নামটি চলে এল।
১৯৯৪ সাল থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন আদিত্য পুরী। ব্যারনের তরফ থেকে জানানো হয়েছে, ‘একটা স্টার্ট-আপকে বিরাট ব্যাঙ্কের আকার দিয়ে ভারতীয়দের আধুনিক অর্থনীতির একটা দিশা দেখিয়েছেন ৬৭ বছরের পুরী। এমনকী ২৪ বছর পরেও বিনিয়োগকারীরা পুরীর প্রশংসায় পঞ্চমুখ।’