উত্তর ভারতে বজাজ অ্যালিয়ানজ় জেনারেল ইনশিয়োরেন্সের স্বাস্থ্য বিমা গ্রাহকদের ‘ক্যাশলেস’ চিকিৎসার সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাসপাতাল সংস্থাগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার প্রোভাইডার্স ইন্ডিয়া (এএইচপিআই)। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। এএইচপিআই-এর আওতায় সারা দেশে ১৫,২০০ হাসপাতাল রয়েছে।
এএইচপিআই-এর বক্তব্য, দেশে চিকিৎসা পরিষেবায় মূল্যবৃদ্ধির হার ৭%-৮%। কিন্তু বজাজ অ্যালিয়ানজ় সেই হার সংশোধন করছে না। উল্টে তা কমানোর জন্য হাসপাতালগুলিকে চাপ দিচ্ছে। চিকিৎসার খরচ মেটাতেও দেরি করছে তারা। চিকিৎসার আগাম অনুমোদন এবং চিকিৎসার শেষে খরচের অনুমোদনেও দেরি করছে। সংস্থার কর্তা ভাস্কর নেরুরকার বলেন, ‘‘আমাদের সঙ্গে হাসপাতালগুলির চুক্তি রয়েছে। তারা বিমার সুবিধা দিতে বাধ্য। তবে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমার আশা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)