Advertisement
২৪ মে ২০২৪

ওপি মুঞ্জলের জীবনাবসান

প্রয়াত হলেন হিরো সাইকেলস-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এমেরিটাস ওম প্রকাশ মুঞ্জল। তাঁর হাত ধরেই ১৯৫৬ সালে ভারতের প্রথম সাইকেল নির্মাতা হিরো সাইকেলস-এর জন্ম। পরবর্তী কালে যা বিশ্বের বৃহত্তম সাইকেল সংস্থায় পরিণত হয়।

সংবাদ সংস্থা
লুধিয়ানা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০২:১৪
Share: Save:

প্রয়াত হলেন হিরো সাইকেলস-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এমেরিটাস ওম প্রকাশ মুঞ্জল। তাঁর হাত ধরেই ১৯৫৬ সালে ভারতের প্রথম সাইকেল নির্মাতা হিরো সাইকেলস-এর জন্ম। পরবর্তী কালে যা বিশ্বের বৃহত্তম সাইকেল সংস্থায় পরিণত হয়। ৫০ হাজার টাকার ব্যাঙ্ক ঋণ নিয়ে যাত্রা শুরু করে হিরো সাইকেলসকে ৩ হাজার কোটি টাকার শিল্প সাম্রাজ্যে রূপান্তর করার কৃতিত্ব তাঁরই। গাড়ির যন্ত্রাংশ ব্যবসা ও হাসপাতাল তৈরিতেও তাঁর নেতৃত্বে ব্যবসা ছড়ায় হিরো। দীর্ঘ ৬০ বছর ধরে হিরো গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার পরে গত মাসেই ছেলে পঙ্কজ মুঞ্জলের হাতে হিরো গোষ্ঠীর চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব তুলে দিয়েছিলেন ওম প্রকাশ। স্বল্প রোগ ভোগের পরে ৮৭ বছর বয়স্ক মুঞ্জল বৃহস্পতিবার মারা গেলেন। রেখে গেলেন এক ছেলে, চার মেয়ে এবং ১০ জন নাতি-নাতনিকে।

১৯২৮-এ কামালিয়ায় (এখন পাকিস্তানে) জন্ম মুঞ্জলের। ১৯৪৪-এ দাদা ব্রজমোহন লাল ও দুই ভাই দয়ানন্দ ও সত্যানন্দের সঙ্গে অমৃতসরে বাইসাইকেল যন্ত্রাংশের ব্যবসা শুরু করেন। স্বাধীনতার পরে লুধিয়ানাতেই গড়েন হিরো সাইকেলস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

op munjal expires op munjal hero cycles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE