সোনার দাম লক্ষ টাকা পেরিয়েছে ক’মাস আগেই। বুধবার আমেরিকা ভারতীয় পণ্যে ৫০% শুল্ক বসানোর পরে দেশ জুড়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দামকে ঠেলে তুলল নতুন শিখরে। কলকাতায় খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) পৌঁছল ১,০২,২০০ টাকায়। জিএসটি নিয়ে ১,০৫,২৬৬ টাকা। ফলে সোনার গয়নাও চড়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, আমেরিকার চড়া শুল্ক সোনার দাম বৃদ্ধির কারণ। অনিশ্চিত বাজারে বহু মানুষ সোনা ছাড়া অন্য লগ্নির উপর ভরসাই করতে পারছেন না। তবে তার জেরে যে বহু মানুষ বিপাকে পড়েছেন, তা স্পষ্ট গয়নার ব্যবসায়ীদের কথায়। তাঁদের দাবি, খুচরো গয়নার ক্রেতা অনেক কমেছে। সাধারণ রোজগেরে যে সব মানুষ বাড়িতে বিয়ের জন্য সোনা কিনছেন, তাঁদের অবস্থা শোচনীয়। পুরনো সোনা বিক্রি করছেন বেশির ভাগ ক্রেতাই। ব্যবসায়ীদের একাংশের অবশ্য দাবি, লগ্নির জন্য কষ্ট করে সোনা কিনতে দেখা যাচ্ছে মধ্যবিত্তকে। কারণ, শেয়ার বাজার অস্থির। ব্যাঙ্কেও সুদ কমছে। তাঁরা বুঝতে পারছেন এর মতো রিটার্ন আর কোথাও নেই।
নেমিচাঁদ বামালুয়া অ্যান্ড সন্সের ডিরেক্টর বাছরাজ বামালুয়ার দাবি, আমেরিকা শুল্কের ফলে বিশ্ব বাজারে তৈরি হওয়া অনিশ্চয়তা থেকে বাঁচতে বহু মানুষ সোনাকে আঁকড়ে ধরছেন। কারণ, তাকে সুরক্ষিত লগ্নি হিসেবে গণ্য করা হয়। তার উপর টাকার সাপেক্ষে ডলারের দাম বাড়ছে। তার জেরেও ভারতে দামি হচ্ছে সোনা।
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমরদে বলেন, ‘‘সোনার দাম কিছু দিন ধরেইমাথা তুলছে। ফলে বিক্রি কমলেও, ব্যাপারটা গা-সওয়া হয়ে গিয়েছে। বরং গয়না কিনে লগ্নি করছেন অনেকে। আশা, উৎসবের মরসুমে ক্রেতা পাওয়া যাবে ও ব্যবসা ভাল হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)