কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দু’বার মহার্ঘ ভাতা বা ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) পাবেন তাঁরা। জানুয়ারিতে যার প্রথমটির ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাধারণত, ‘সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের’ (এআইসিপিআই-আইডব্লিউ) উপর ভিত্তি করে এই ডিএ ঘোষণা করে সরকার। আর তাই ২০২৫ সালের ডিসেম্বরে ওই সূচকের দিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।
গত বছরের জুলাইয়ে মহার্ঘ ভাতার অঙ্ক ৫৫ থেকে ৫৮ শতাংশ করে কেন্দ্র। নতুন বছরে এখনও পর্যন্ত ২০২৫ সালের ডিসেম্বরের মুদ্রাস্ফীতির পরিমাণ ঘোষণা করেনি সরকার। সেই পরিসংখ্যান প্রকাশ পেলে ডিএ কতটা বাড়তে পারে, তার আন্দাজ পাবেন ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী। এই আবহে পরিবহণ ভাতা বা টিএ (ট্রান্সপোর্ট অ্যালাউন্স) কতটা বাড়বে, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
আরও পড়ুন:
মহার্ঘ ভাতার সঙ্গে পরিবহণ ভাতার সরাসরি যোগাযোগ রয়েছে। কারণ কর্মচারীদের ডিএ-র সঙ্গে টিএ-কে সংযুক্ত করে থাকে সরকার। অন্য দিকে, মহার্ঘ ভাতা বাড়লেও বাড়িভাড়া ভাতা বা এইচআরএ-র (হাউস রেন্ট অ্যালাউন্স) মতো অন্যান্য ভাতাগুলির কোনও পরিবর্তন হয় না। কেবলমাত্র মূল বেতন (বেসিক পে) ঠিক করার সময়েই এগুলি নির্ধারণ করে থাকে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ হিসাব করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রতি মাসে সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে শ্রম মন্ত্রক। এর উপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করে অর্থ মন্ত্রক। ২০২৫ সালের নভেম্বরে এআইসিপিআই-আইডব্লিউ ছিল ১৪৮.২। বিশেষজ্ঞদের দাবি, ডিসেম্বরেও এই অঙ্ক অপরিবর্তিত থাকলে কেন্দ্রীয় কর্মচারীদের পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ডিএ। সে ক্ষেত্রে এর পরিমাণ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশ।
আরও পড়ুন:
বর্তমানে সপ্তম বেতন কমিশন মেনে মাসমাইনে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেখানে শহরভেদে আলাদা আলাদা পরিবহণ ভাতা বা টিএ নির্ধারণ করা হয়েছে। এ দেশের শহরগুলিকে আবার এক্স, ওয়াই এবং জ়েড এই তিনটি শ্রেণিতে ভাগ করেছে সরকার। এর মধ্যে এক্স শহরের কর্মীদের সর্বোচ্চ পরিবহণ ভাতা দিচ্ছে অর্থ মন্ত্রক। এই টিএ প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে পেয়ে থাকেন কর্মীরা, যার উপর আবার ডিএ বা মহার্ঘ ভাতা নির্ধারিত হয়।
সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন পরিবহণ ভাতা ১,৮০০ টাকা ধার্য করা হয়েছিল। পরে তা সংশোধন করে ২,৮৪৪ টাকা করা হয়। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী, ডিএ-র অঙ্ক বেড়ে ৬৩ শতাংশ হলে কর্মচারীদের সর্বনিম্ন টিএ দাঁড়াবে ২,৯৩৪ টাকা। এ বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এআইসিপিআই-আইডব্লিউ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক, খবর সূত্রের।