কম পয়সায় ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা উপভোগ করার দিন গেল ফুরিয়ে। এ বার ওয়েব সিরিজ় অথবা সিনেমা ওটিটির পর্দায় দেখতে গেলে খরচ করতে হবে বেশি গাঁটের কড়িও। প্রতি বছর সাবস্ক্রিপশনপিছু বেড়ে যাচ্ছে আরও ৭০০ টাকা। শুধু তা-ই নয়, মাসিক সাবস্ক্রিপশন নেওয়া থাকলে বদল আসবে সেখানেও। এমনটাই ঘোষণা করা হয়েছে জিয়ো হটস্টার সংস্থার তরফে।
সংস্থা সূত্রে খবর, সাবস্ক্রিপশনের মূল্য বাড়িয়ে দিলেও গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন সুবিধাও দেওয়া হবে। সাধারণত, জিয়ো হটস্টারে দু’ভাবে কন্টেন্ট দেখা যায়। বিজ্ঞাপন ছাড়া কন্টেন্ট দেখতে চাইলে খরচ করতে হয় বেশি। কিন্তু চলতি মাস থেকে সে খরচও বেড়ে যাবে। যে গ্রাহকেরা শুধুমাত্র একটি মোবাইল ফোন থেকে ওটিটির সিনেমা-সিরিজ় দেখেন, তাঁদের বিজ্ঞাপন দেখতেই হত।
আরও পড়ুন:
মোবাইল সাবস্ক্রিপশনে মাসিক প্ল্যান নেওয়ার কোনও সুবিধা ছিল না। গ্রাহককে ত্রৈমাসিক অথবা বার্ষিক সাবস্ক্রিপশন নিতে হত। ১৪৯ টাকা খরচ করে ত্রৈমাসিক সাবস্ক্রিপশন নিতে হত এবং প্রতি বছরে ৪৯৯ টাকা খরচ করলে মোবাইল সাবস্ক্রিপশনের সুবিধা নিতে পারতেন গ্রাহকেরা। মোবাইল সাবস্ক্রিপশনের ক্ষেত্রে খরচের কোনও বদল না হলেও একটি নতুন সুবিধা আনা হয়েছে।
চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে মাসপিছু মোবাইল সাবস্ক্রিপশন নিতে পারবেন গ্রাহকেরা। প্রতি মাসে সেই সাবস্ক্রিপশন নিতে গেলে ৭৯ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। সুপার সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে টিভি অথবা মোবাইলের মাধ্যমে সিনেমা-সিরিজ় দেখার নিয়ম রয়েছে। তবে, মাত্র দু’টি ডিভাইস থেকে একসঙ্গে একই সময়ে সিনেমা-সিরিজ় দেখা যায়, তা-ও আবার বিজ্ঞাপনসমেত। এত দিন মাসপিছু সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ পেতেন না ব্যবহারকারীরা। ২৮ জানুয়ারি থেকে সুপার সাবস্ক্রাইবারেরা প্রতি মাসে ১৪৯ টাকা খরচ করে ওটিটির সুবিধা লাভ করতে পারবেন।
আরও পড়ুন:
এত দিন ২৯৯ টাকা খরচ করে ত্রৈমাসিক সাবস্ক্রিপশন এবং ৮৯৯ টাকা খরচ করে বার্ষিক সাবস্ক্রিপশন নিতে পারতেন গ্রাহকেরা। চলতি বছর থেকে বেড়ে যাবে সেই খরচও। ২৮ জানুয়ারির পর থেকে ত্রৈমাসিক সাবস্ক্রিপশনের জন্য ৩৪৯ টাকা এবং বার্ষিক সাবস্ক্রিপশনের জন্য ১,০৯৯ টাকা খরচ করতে হবে। সে ক্ষেত্রে, ত্রৈমাসিক সাবস্ক্রিপশন বাবদ ৫০ টাকা এবং বার্ষিক সাবস্ক্রিপশন বাবদ ২০০ টাকা খরচ বেড়েছে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে মোবাইল, টিভি-সহ একসঙ্গে চারটি ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। কোনও রকম বিজ্ঞাপন ছাড়াই ওটিটির পর্দায় দেখা যায় সমস্ত সিনেমা-সিরিজ় (লাইভ অনুষ্ঠান বাদে)। সে ক্ষেত্রেও প্রতি মাসে আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার কোনও সুযোগ ছিল না। ২৮ জানুয়ারি থেকে পাওয়া যাবে সেই সুবিধাও। ২৯৯ টাকা খরচ করে প্রতি মাসে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন গ্রাহকেরা। তবে, খরচ বেড়েছে ত্রৈমাসিক এবং বার্ষিক সাবস্ক্রিপশনের। এখনও পর্যন্ত প্রিমিয়াম গ্রাহকেরা ৪৯৯ টাকা খরচ করে ত্রৈমাসিক সাবস্ক্রিপশন নিতেন। নতুন নিয়ম অনুযায়ী, সেই খরচ বাড়ল আরও ২০০ টাকা।
আরও পড়ুন:
২৮ জানুয়ারি থেকে ত্রৈমাসিক সাবস্ক্রিপশন নিতে ৬৯৯ টাকা খরচ হবে গ্রাহকদের। প্রতি বছর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা নিতে ১,৪৯৯ টাকা খরচ করতেন গ্রাহকেরা। এখন থেকে একই সুবিধা নিতে খরচ করতে হবে আরও ৭০০ টাকা। বার্ষিক সাবস্ক্রিপশন নিতে এখন থেকে ২,১৯৯ টাকা খরচ হবে প্রিমিয়াম গ্রাহকদের। সংশোধিত মূল্য শুধুমাত্র ২৮ জানুয়ারি থেকে সাইন আপ করা নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য।
নতুন সুপার এবং প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য হলিউডের বিভিন্ন ছবি এবং ওয়েব সিরিজ় প্রথম থেকেই অন্তর্ভুক্ত থাকবে। তবে যাঁরা ২৮ জানুয়ারির আগে সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে আর এই বছরে কোনও বাড়তি মূল্য দিতে হবে না। নতুন সাবস্ক্রিপশন নেওয়ার সময় স্বাভাবিক ভাবেই বর্ধিত মূল্য অনুযায়ী টাকা কেটে নেওয়া হবে।