মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন স্বপ্নের মানুষ। তাঁর কাছ থেকেই ট্রফি নেবেন তরুণ। এ যে অবিশ্বাস্য ঘটনা! শাহরুখ খানের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন দেখে সে সুযোগ আর হাতছাড়া করলেন না তরুণ। মুহূর্তটি ক্যামেরাবন্দি রাখতে শাহরুখের সঙ্গে নিজস্বী তুলতে চাইছিলেন তিনি। কিন্তু ফোন বার করা মাত্রই তরুণের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিলেন বাদশা। নিজস্বী তুলতে বারণ করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এফএসিসি২৯১১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ নিজস্বী তুলতে গেলে তাঁর হাত থেকে ফোন নিয়ে নেন শাহরুখ। মঞ্চে নিজস্বী তুলতে বারণ করেন বাদশা। তার পর নিজে থেকেই তরুণকে ফোনটি ফেরত দিয়ে দেন। ফোন ফেরত দেওয়ার পর তরুণের হাতে ট্রফি তুলে দিতে দেখা যায় শাহরুখকে।
মঞ্চের সামনে উপস্থিত আলোকচিত্রশিল্পীদের দিকে তাকিয়ে ছবিও তোলেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি সৌদি আরবের রিয়াধের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটেছে। সেই অনুষ্ঠানে শাহরুখের পাশাপাশি নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন কেটি পেরি, মিলি ববি ব্রাউনের মতো হলি তারকারা।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ শাহরুখের প্রশংসা করেছেন। মঞ্চে তারকাদের সঙ্গে এ ভাবে নিজস্বী তোলার নিয়ম নেই। বাদশা সেই নিয়মকে শ্রদ্ধা জানাতে তরুণের হাত থেকে ফোন নিয়ে নিয়েছিলেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শাহরুখ এত বড় তারকা! তরুণের সঙ্গে রূঢ় আচরণ করেননি। বরং ভাল ভাবেই তাঁকে নিজস্বী তুলতে বারণ করেছেন। সে কারণেই তিনি বাদশা।’’