বাসে উঠে মাঝরাস্তায় নামার জন্য বাসচালকের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন মহিলা যাত্রী। কিন্তু চালক সেই যাত্রীকে মাঝরাস্তায় নামিয়ে দিতে নারাজ। কারণ, সেই জায়গায় বাস দাঁড়ানোর নিয়ম নেই। সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মহিলা যাত্রীকে। সেই ঘটনার জের ওই মহিলা টেনে নিয়ে যান পরের দিন পর্যন্ত। তখন বাস থেকে নেমে পড়লেও পরের দিন সকালে একই বাসে ওঠেন ওই মহিলা যাত্রী। বাসে উঠে চালকের আসনের দিকে যান তিনি। তার পর আচমকা চালককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। শুধু তা-ই নয়, মোবাইল দিয়ে চালকের মাথায় আঘাতও করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার গুজরাতের সুরতের ওয়াই জংশন থেকে একটি সরকারি বাস ছাড়ে। সুরত রেলস্টেশনে শেষ গন্তব্য ছিল বাসটির। সেই বাসে উঠেছিলেন এক মহিলা যাত্রী। মাঝরাস্তায় এমন একটি জায়গায় তিনি নামতে চাইছিলেন, যেখানে বাস দাঁড় করানোর কোনও নিয়ম নেই। সে কথাই মহিলা যাত্রীকে জানিয়েছিলেন বাসের চালক। নির্দিষ্ট জায়গায় নামতে না পারায় রেগে গিয়েছিলেন ওই মহিলা।
চালককে শাস্তি দিতে শনিবার সকালে ভেসু এলাকার বাসস্ট্যান্ড থেকে সেই একই বাসে ওঠেন তিনি। তখন সেই চালকই বাস চালাচ্ছিলেন। বাসে উঠে চালকের আসনের দিকে তেড়ে যান মহিলা। আগের দিন কেন তাঁর কথা শুনে মাঝরাস্তায় নামানো হয়নি তা নিয়ে অশান্তি জুড়ে দেন। অভিযোগ, এর পরেই বাসের চালককে মারধর করতে শুরু করেন ওই মহিলা। এমনকি, ফোন দিয়ে বার বার চালকের মাথায় আঘাতও করতে থাকেন।
চালকের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। চালককে মারধর করে বাস থেকে নেমে পড়েন মহিলা। প্রাথমিক চিকিৎসার পর নিকটবর্তী থানায় মহিলা যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সরকারি বাসের চালক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তারা। বাসের অন্য যাত্রীদের বয়ান নেওয়ার কাজও শুরু করেছে পুলিশ।