E-Paper

ভারতের উপর শুল্ক নিয়ে আমেরিকা বিজ্ঞপ্তি দিতেই বাজার থেকে মুছে গেল ৫.৪১ লক্ষ কোটি!

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতের উপরে মোট ৫০% শুল্কের প্রভাব কী হয়, এখন সেই দিকে নজর রাখবেন লগ্নিকারীরা। অর্থনীতিকে গতিশীল রাখতে কেন্দ্র কী কী পদক্ষেপ করে, চোখ থাকবে সে দিকেও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ০৯:৩৩

—প্রতীকী চিত্র।

আজ থেকে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% আমদানি শুল্ক চাপাতে মঙ্গলবার ওয়াশিংটন বিজ্ঞপ্তি জারি করতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স। ৮৪৯.৩৭ পয়েন্ট পড়ে হল ৮০,৭৮৬.৫৪। নিফ্‌টি ২৫৫.৭০ নেমে ২৪,৭১২.০৫। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারতের উপরে মোট ৫০% শুল্কের প্রভাব কী হয়, এখন সেই দিকে নজর রাখবেন লগ্নিকারীরা। অর্থনীতিকে গতিশীল রাখতে কেন্দ্র কী কী পদক্ষেপ করে, চোখ থাকবে সে দিকেও। শুল্কের আঘাতে এ দিন মুছেছে লগ্নিকারীদের ৫.৪১ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ।

অগস্টের গোড়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যে বাড়তি ২৫% শুল্ক চাপবে। এ দিন ওয়াশিংটনের খসড়া নির্দেশিকায় বলছে, ২৭ অগস্ট তা কার্যকর হওয়ার কথা। ভারতীয় সময় অনুযায়ী যা আজ সকাল ৯টা ৩১ মিনিট।

বিশেষজ্ঞদের বক্তব্য, এ দিন অধিকাংশ দেশের বাজার পড়েছে। তার উপরে শুল্ক চাপার আগে সতর্ক ভারতের বাজারে লগ্নিকারীরা। অনেকেই হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুলেছেন। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, শুল্ক যুদ্ধের প্রভাবে ডলারের সাপেক্ষে দুর্বল হচ্ছে টাকা। যা অদূর ভবিষ্যতেও দেশের বাজারে বিদেশি লগ্নি সংস্থাগুলির পুঁজি ঢালায় বাধা হতে পারে। তার উপরে আমেরিকার শীর্ষ ব্যাঙ্কের এক গভর্নরকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তাতে তাঁর কর্মপদ্ধতি সম্পর্কে বিশ্ব বাজারে উদ্বেগ বেড়েছে।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল বলেন, ‘‘এ দিনের ধাক্কা স্বাভাবিক। তবে যা ঘটছে তার সবই আশঙ্কার উপরে ভিত্তি করে। যখন বাণিজ্য, বিক্রি, কর্মসংস্থান-সহ অর্থনীতির পরিসংখ্যান আসতে শুরু করবে, তখন বিরূপ প্রভাব স্পষ্ট হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Stock Market Economy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy