নজিরবিহীন ভাবে ছুটে চলেছে সোনা-রুপো। নতুন বছরের প্রথম মাস শেষ হওয়ার আগেই, সোমবার কলকাতার বাজারে জিএসটি ধরে দেড় লক্ষ টাকার আরও কাছে পৌঁছে গেল ১০ গ্রাম খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট) দাম। কেজি প্রতি রুপোও কর যোগ করে এই প্রথম পার করল তিন লক্ষ টাকার গণ্ডি। ব্যবসায়ী মহলের দাবি, অভূতপূর্ব দ্রুত বেগে চড়ছে দর। খুচরো পাকা সোনা ছুঁয়েছে ১,৪৫,১৫০ টাকা। আগের দিনের থেকে ২৩৫০ টাকা বেশি। জিএসটি ধরে ১,৪৯,৫০৪.৫০। খুচরো রুপো আগের দিনের থেকে ১৩,২০০ টাকা বেড়ে হয়েছে ২,৯৬,১৫০ টাকা। কর নিয়ে ৩,০৫,০৩৪.৫০ টাকা।
রাখালচন্দ্র দে জুয়েলার্সের ডিরেক্টর নবীনচন্দ্র বলেন, ‘‘এখন সোনা কিনতে ব্যাঙ্ক ঋণ দরকার। সরকার এই ব্যবস্থা চালু করলে মাসিক কিস্তি মারফত ঋণ শোধের (ইএমআই) সুবিধা নিতে পারবেন গয়নার ক্রেতা। আমাদেরও ব্যবসা চালাতে সুবিধা হবে।’’ তিনি জানান, এক বছরে সোনার দাম বেড়েছে ৮০%-৮৫%, রুপো ৩০০%।
সেনকো গোল্ডের ডিরেক্টর শুভঙ্কর সেন-এর দাবি, ‘‘দামকে সাধারণ ক্রেতার নাগালে রাখতে ৯ থেকে ১৮ ক্যারাটের সোনার গয়নাও তৈরি হচ্ছে। বহু মানুষ রুপো কিনছেন। তবে যাঁরা আগেই সোনা-রুপোর গয়না কিনে রেখেছেন, তাঁরা প্রচুর লাভ করছেন।’’ অঙ্কুরহাটি জেম অ্যান্ড জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানি মনে করেন, ‘‘আমেরিকার শুল্ক এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কমলে দাম বৃদ্ধি স্বাভাবিক হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)