E-Paper

সেভিংসে রাখতেই হবে ৫০ হাজার টাকা! আইসিআইসিআই ব্যাঙ্কের সিদ্ধান্তে ক্ষোভ

ব্যাঙ্কের ন্যূনতম ব্যালান্সের নিয়মের বাইরে রয়েছে প্রধানমন্ত্রী জনধন, বেতন অ্যাকাউন্ট এবং বেসিক ডিপোজ়িট অ্যাকাউান্ট। নতুন নিয়মে তাঁদের এনইএফটি-র মাধ্যমে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ দিতে হবে না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ০৭:০৩
ন্যূনতম ব্যালান্স না থাকলে যত টাকা কম থাকবে তার ৬% অথবা ৫০০ টাকা (যেটা কম) জরিমানা দিতে হবে গ্রাহককে।

ন্যূনতম ব্যালান্স না থাকলে যত টাকা কম থাকবে তার ৬% অথবা ৫০০ টাকা (যেটা কম) জরিমানা দিতে হবে গ্রাহককে। —প্রতীকী চিত্র।

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা তুলে দেওয়া বা কমানোর পথে হাঁটছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ঠিক এই সময়ে আইসিআইসিআই ব্যাঙ্ক ন্যূনতম ব্যালান্সের অঙ্ক এক ধাক্কায় পাঁচ গুণ বাড়িয়ে দিল। বেসরকারি ব্যাঙ্কটির ওয়েবসাইট অনুযায়ী ওই অঙ্ক ৫০,০০০ টাকা। আধা শহর ও গ্রামাঞ্চলে যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। ১ অগস্ট বা তার পরে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ন্যূনতম ব্যালান্স না থাকলে যত টাকা কম থাকবে তার ৬% অথবা ৫০০ টাকা (যেটা কম) জরিমানা দিতে হবে গ্রাহককে। ফলে ক্ষোভ ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে।

নাগরিক মঞ্চ ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’-এর যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বলেন, ‘‘সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ব্যাঙ্কগুলিকে লাইসেন্স দেওয়া হয়। আইসিআইসিআই ব্যাঙ্কের পদক্ষেপে সেই উদ্দেশ্য ব্যাহত হবে। এর প্রতিবাদ জানিয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর এবং কেন্দ্রীয় অর্থসচিবকে চিঠি দেব।’’ ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের কথায়, ‘‘এই পদক্ষেপ গ্রাহক বিরোধী। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া উদ্দেশ্য নয়।’’

উল্লেখ্য, ব্যাঙ্কের ন্যূনতম ব্যালান্সের নিয়মের বাইরে রয়েছে প্রধানমন্ত্রী জনধন, বেতন অ্যাকাউন্ট এবং বেসিক ডিপোজ়িট অ্যাকাউান্ট। নতুন নিয়মে তাঁদের এনইএফটি-র মাধ্যমে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ দিতে হবে না। তবে নগদ লেনদেন করা যাবে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ICICI Bank Account

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy