Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইডিএফসি ব্যাঙ্কের শেয়ার লেনদেন শুরু

শেয়ার বাজারে লেনদেন শুরু হল আইডিএফসি ব্যাঙ্ক শেয়ারের। শুক্রবার প্রথম দিনে বাজার বন্ধের সময়ে বিএসই-তে সংস্থার শেয়ার দর বাজার বন্ধের সময়ে এসে দাঁড়ায় ৭০.৭০ টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০২:৪৩
Share: Save:

শেয়ার বাজারে লেনদেন শুরু হল আইডিএফসি ব্যাঙ্ক শেয়ারের। শুক্রবার প্রথম দিনে বাজার বন্ধের সময়ে বিএসই-তে সংস্থার শেয়ার দর বাজার বন্ধের সময়ে এসে দাঁড়ায় ৭০.৭০ টাকা। লেনদেন শুরুর সময়ে তা ছিল ৭০.৫০ টাকা। নতুন লাইসেন্স পেয়ে সম্প্রতি ব্যাঙ্ক চালু করেছে পরিকাঠামো ঋণ সংস্থা আইডিএফসি।

এ দিকে এ দিন শেয়ার বাজার ফের পড়েছে। সেনসেক্সের পতন হয়েছে ৩৯ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক ছিল ২৬,২৬৫.২৪ অঙ্কে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংস্থার আর্থিক ফলাফলে হতাশ লগ্নিকারীরা শেয়ারে বিনিয়োগ থেকে হাত গুটিয়ে নিচ্ছেন বলে বাজার সূত্রের খবর। এ দিন টাকার দামে অবশ্য তেমন ওঠাপড়া দেখা যায়নি।

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রিও অব্যাহত রয়েছে। সসংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, গত বৃহস্পতিবারই ওই সব সংস্থা ভারতের বাজারে ৯৯১.৮৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ধনতেরসে গোল্ড ইটিএফ লেনদেনের সময় বাড়ল। আগামী সোমবার ধনতেরসের দিন বিএসই এবং এনএসই-তে গোল্ড ইটিএফ লেনদেনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সাধারণ দিনে লেনদেন বন্ধ হয় বিকেল ৩.৩০ মিনিটে। কিন্তু সোমবার লেনদেন চলবে সন্ধে ৭ টা পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

idfc bank debut national stock exchange
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE