Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এনসিএলটির তৃতীয় বেঞ্চ শহরে হয়তো এ বছরই

এখন শহরে এনসিএলটির দু’টি বেঞ্চ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, আরও দু’টি বিচারপতি পদের অনুমোদন থাকলেও সেগুলি এখনও খালি। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৪:০৩
Share: Save:

সব কিছু ঠিকঠাক চললে কলকাতায় জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালের (এনসিএলটি) তৃতীয় বেঞ্চ চালু হতে পারে এ বছরই। এখন শহরে এনসিএলটির দু’টি বেঞ্চ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, আরও দু’টি বিচারপতি পদের অনুমোদন থাকলেও সেগুলি এখনও খালি।

এনসিএলটির কলকাতার কার্যনির্বাহী রেজিস্ট্রার এস পি চট্টোপাধ্যায় শনিবার মার্চেন্ট চেম্বারের এক সভায় জানান, তৃতীয় বেঞ্চ চালুর জন্য জায়গা রয়েছে কি না, তা জানতে চেয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। এ নিয়ে আলোচনা চলছে। তাঁদের আশা, জায়গা পাওয়া গেলে এ বছরেই চালু হতে পারে তৃতীয় বেঞ্চ। সভার অন্যতম বক্তা ‘রেজিস্টার্ড ইনসলভেন্সি প্রফেশনাল’ মমতা বিনানির মতে, তৃতীয় বেঞ্চ চালু হলে উপকৃত হবে সংশ্লিষ্ট মহল।

দেউলিয়া আইন কার্যকরকে তাদের অন্যতম সাফল্য হিসেবে দেখে কেন্দ্রের মোদী সরকার। তাদের দাবি, এর ফলে ব্যাঙ্কের বিপুল অনুৎপাদক সম্পদের অনেকটাই দ্রুত উদ্ধার করা সহজ হয়েছে। তা মানলেও বিরোধীদের একাংশের দাবি, জলের দরেও অনেকে ঋণে ডুবে থাকা সংস্থা কেনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি মামলার সংখ্যা প্রচুর হলেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে কিছু মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।

এস পি চট্টোপাধ্যায় এ দিন জানান, জানুয়ারি পর্যন্ত শহরে এসিএলটির বেঞ্চে ২১টি ‘রেজলিউশন প্ল্যানে’ ২১,৫৯৬ কোটি টাকা আদায় হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NCLT National Company Law Tribunal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE