নির্দিষ্ট সময়ের তিন বছরের মধ্যে জিএসটি রিটার্ন জমা না দিলে পরে তা আর জমা দেওয়া যাবে না। সমস্ত রিটার্নের ক্ষেত্রেই ওই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে জিএসটিএন। নভেম্বরের রিটার্নের দিন (ট্যাক্স পিরিয়ড) থেকেই চালু হবে এই নিয়ম। রিটার্নের বকেয়া হিসাবের জন্য ২০২৫ সালের ১ ডিসেম্বরকে নির্দিষ্ট তারিখ ধরা হয়েছে। অর্থাৎ যারা তিন বছর ধরে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক রিটার্ন দেয়নি, তারা নভেম্বরের নির্দিষ্ট দিনের মধ্যে না দিলে আর সেই সুযোগ পাবে না। ফলে বকেয়ার আওতায় পড়বে তিন বছর ধরে জমা না দেওয়া মাসিক রিটার্ন (জিএসটিআর-১)। যারা নভেম্বরের মধ্যে ২০২২ থেকে বাকি থাকা ত্রৈমাসিক রিটার্ন (জিএসটিআর-৩বি) ও ২০২০-২১ থেকে বার্ষিক রিটার্ন (জিএসটিআর-৯) জমা দেবে না, তারাও সুযোগ হারাবে।
কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্সের সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘জিএসটি-তে রিটার্ন দিয়ে কর মেটানো জরুরি। যিনি দেন না, তার সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও এতে সমস্যায় পড়েন। যাঁরা তিন বছর রিটার্ন দেননি, ধরে নিতে হবে তিনি ওই ব্যবসার মধ্যে নেই।’’ একাংশের অবশ্য মত, সঙ্গত কারণে রিটার্ন না দিলে তিনি যাতে বকেয়া মিটিয়ে ব্যবসায় ফিরতে পারেন, সেই পথ তৈরি করা উচিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)