গত ১৪ বছরে পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেসরকারি সংস্থা ১.৭ লক্ষ থেকে বেড়ে হয়েছে ২.৫ লক্ষ। লোকসভায় তৃণমূল সাংসদ বাপি হালদারের করা প্রশ্নের লিখিত জবাবে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র এই তথ্য জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর ফলে বিজেপি-র ‘মিথ্যা প্রচারের’ পর্দা ফাঁস হল সংসদ অধিবেশনেই। সঙ্গে এটাও প্রমাণ হল, ‘বাংলা মানেই বাণিজ্য’।
সম্প্রতি রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে মলহোত্র জানিয়েছিলেন, গত ১৪ বছরে ৬৬৮৮টি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে। বিজেপি-র তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালবীয় নিজের এক্স হ্যান্ডলে এই তথ্য দিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন।
এর পরে গতকাল বাপি প্রশ্নোত্তর পর্বে বিশদে জানতে চান, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে প্রতি বছর কত সংস্থা নথিভুক্ত হয়েছে? মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরেই ৮৮০০ নতুন সংস্থা যুক্ত হয়েছে। ২০১১-র মার্চ থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ৮৩% সংস্থা বেড়েছে বাংলায়। বাপির বক্তব্য, ‘‘এই কারণেই বিজেপি বিরোধীদের দাবি না মেনে সংসদ ভণ্ডুল এবং বিরোধীশূন্য করতে চাইছে। কারণ, একের পর এক প্রশ্নে এমন সব তথ্য প্রকাশিত হচ্ছে যাতে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে তা বিজেপি-র কাছে অস্বস্তির।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)