Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নামল সূচক, টাকা পড়ল ৩৮ পয়সা

সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই সেনসেক্স পড়ল ২৩৮.৯৮ পয়েন্ট। পাশাপাশি ৫৯.৪৫ পয়েন্ট পড়েছে নিফ্‌টিও। বাজার বন্ধের সময়ে সেনসেক্স ২৬,৩৯৬.৭৭ ও নিফ্‌টি ৮১১০.৬০ অঙ্কে এসে থিতু হয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৮:৪২
Share: Save:

সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই সেনসেক্স পড়ল ২৩৮.৯৮ পয়েন্ট। পাশাপাশি ৫৯.৪৫ পয়েন্ট পড়েছে নিফ্‌টিও। বাজার বন্ধের সময়ে সেনসেক্স ২৬,৩৯৬.৭৭ ও নিফ্‌টি ৮১১০.৬০ অঙ্কে এসে থিতু হয়। বিশেষজ্ঞদের মতে, শিল্পোৎপাদন কমাই সূচক নামার কারণ। এ দিন বড় মাপের পতন হয়েছে টাকার দামেও। ডলারের সাপেক্ষে টাকা এক ধাক্কায় ৩৮ পয়সা পড়ে যায়। বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম ছিল ৬৭.১৪ টাকা। শেয়ার বাজারে পতনের জেরেই ডলারের চাহিদা এ দিন বাড়ে।

এ দিন অবশ্য বিশ্ব বাজারের মুখও ছিল নীচের দিকেই। ব্রিটেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না, তা নিয়ে সংশয়ের জেরেই বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখযোগ্য ভাবে পড়েছে নিরাপত্তা সংস্থা জিফোরএসের দর। ফ্লোরিডা হত্যাকাণ্ডের বন্দুকধারী জিফোরএসের কর্মী ছিল বলে সংবাদ প্রকাশিত হওয়ার জেরেই পড়েছে ওই সংস্থার শেয়ার দর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Index Rupee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE