Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইরানি তেলে ফের আশা

প্রথমত, প্রথম বার নিষেধাজ্ঞা আরোপের পর থেকে অশোধিত তেলের দাম প্রায় ২২% কমেছে।

এপ্রিলের পরেও ইরান থেকে তেল আমদানির সুবিধা পেতে পারে ভারত-সহ বিশ্বের ছ’টি দেশ।

এপ্রিলের পরেও ইরান থেকে তেল আমদানির সুবিধা পেতে পারে ভারত-সহ বিশ্বের ছ’টি দেশ।

সংবাদ সংস্থা
সিঙ্গাপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৩:৩৭
Share: Save:

পরমাণু চুক্তি বাতিল করে ইরানের উপরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। যদিও সে দেশের তেল কেনার জন্য আটটি দেশকে নভেম্বর থেকে ছ’মাসের জন্য ছাড় দিয়েছিল ওয়াশিংটন। এপ্রিলে সেই সময়সীমা শেষ হচ্ছে। ছাড়ের সময়সীমা ফের বাড়ানো হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা শুরু হয়ে গিয়েছে। মার্কিন পরামর্শদাতা সংস্থা ইউরেশিয়ার বিশ্লেষণ, এপ্রিলের পরেও ইরান থেকে তেল আমদানির সুবিধা পেতে পারে ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক। তাদের মতে, আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি চিন্তাভাবনা করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা।

এ ব্যাপারে দু’টি ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। প্রথমত, প্রথম বার নিষেধাজ্ঞা আরোপের পর থেকে অশোধিত তেলের দাম প্রায় ২২% কমেছে। টানা কমেছে পেট্রোপণ্যের দামও। এর জেরে অশোধিত তেলের দামে ভারসাম্য আনার লক্ষ্যে ওপেক গোষ্ঠী ও তাদের সহযোগী দেশগুলি রফতানি ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এর জেরে আন্তর্জাতিক বাজারে সম্প্রতি ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দর। তেলের দাম আরও বাড়ুক, রাজনৈতিক কারণেই তা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান থেকে তেলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে ঠিক তা-ই হবে। কারণ, ইরান ওপেক গোষ্ঠীর চতুর্থ বৃহৎ তেল সরবরাহকারী। দ্বিতীয়ত, আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্য যুদ্ধের পারদ তুঙ্গে ওঠার পরে আপাতত সমাধান সূত্র খুঁজছে দু’পক্ষ। এই অবস্থায় চিনের উপর থেকে ইরানি তেলের সুবিধা প্রত্যাহারের ঝুঁকি আমেরিকা না-ও নিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iran India Oil Imports US Sanctions
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE