ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে যে সমস্ত দেশ শুরুতেই ওয়াশিংটনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল, তাদের মধ্যে প্রথম সারিতে ছিল ভারত। কিন্তু আলোচনা স্থগিত করে ভারতীয় পণ্যের উপরেই সবচেয়ে চড়া হারে (৫০%) আমদানি শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। বুধবার এক সরকারি সূত্রের বক্তব্য, ফের আলোচনা শুরুর মঞ্চ প্রস্তুত হয়েছে। এখন দিল্লির লক্ষ্য আমেরিকার শুল্ককে ১৫ শতাংশে নামানো। এ ব্যাপারে সরকার আশাবাদী। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, শুল্ক কোনও যুদ্ধ নয়। একটি পরিস্থিতি মাত্র। এর সমাধানের ব্যাপারে দু’পক্ষই আশাবাদী।
এ দিন সরকারি সূত্রটি দাবি করেছে, প্রথম পাঁচ দফার বাণিজ্য বৈঠকে অনেকটা পথ এগোতে পেরেছিলেন ভারত ও আমেরিকার প্রতিনিধিরা। ঠিক এমন সময়ে ট্রাম্প ‘অপ্রত্যাশিত’ পদক্ষেপ শুরু করেন। না হলে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি হয়তো চূড়ান্ত হয়ে যেত। তবে এরই মধ্যে ট্রাম্প ফের সুর নরম করেছেন। রাজধানীতে এসে বৈঠক করেছেন ওয়াশিংটনের প্রতিনিধিরা। এখন ভারতের লক্ষ্য আমেরিকার শুল্ককে ১৫ শতাংশে নামিয়ে আনা। তা হলে রফতানিকে ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে। মঙ্গলবার ভারতের বাণিজ্য পরামর্শদাতা সংস্থা জিটিআরআই জানিয়েছিল, প্রথমে ভারতকে চেষ্টা করতে হবে ২৫% ‘শাস্তি-শুল্ক’ প্রত্যাহার করাতে। তবে সরকারি সূত্রের দাবি, তারা যে ১৫% লক্ষ্যের দিকে চোখ রেখে এগোচ্ছে, তা সফল হলে ওই বিষয়টির আর প্রাসঙ্গিকতা থাকবে না। যা-ই হোক না কেন, দুগ্ধজাত পণ্য এবং কৃষি ক্ষেত্রের মধ্যে ধান-গমের মতো পণ্যগুলিতে কোনও রকম আপসের রাস্তায় হাঁটা হবে না।
বাণিজ্য প্রসঙ্গে এ দিন গয়াল বলেন, ‘‘শুল্ক কোনও যুদ্ধ নয়। এটি একটি পরিস্থিতি। এর সমাধানের লক্ষ্যে দু’পক্ষের মধ্যে অনেক দিন ধরে কথা চলছে। মঙ্গলবার আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে আমাদের সারাদিন বৈঠক হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আমেরিকা বন্ধু দেশ। আমাদের দুই নেতা বন্ধু। আগামী দিনে সমস্যার সমাধান হয়ে যাবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)