Advertisement
০৬ মে ২০২৪
India Lockdown

নেটে গ্যাস সিলিন্ডার বুক

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। তা সে বিল মেটানো হোক বা বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু বিশেষত সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। তাই মূলত তাঁদের কথা মাথায় রেখেই কিছু ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। যতটা সম্ভব সহজ ভাবে। আজকের পর্বে থাকছে নেটে হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপি) গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পদ্ধতি।আজকের পর্বে থাকছে নেটে হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপি) গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পদ্ধতি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০৩:৪৫
Share: Save:

সাধারণত গ্রাহক নথিভুক্ত মোবাইলে আইভিআরএস পরিষেবায় রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করেন। তার পরে ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে বাড়িতে এলে টাকা মেটান। অনেকে আবার ডিলারের দোকানে ফোন করে বা সেখানে গিয়েও সিলিন্ডার বুক করেন। এখন লকডাউনে বাড়ি থেকে বেরনো বন্ধ। অনেকে নগদ লেনদেনও এড়াতে চান। সে ক্ষেত্রে অনলাইনে বুকিং ও আগাম টাকা মেটানো সুবিধাজনক।

অ্যাকাউন্ট ছাড়াই বুকিং

• https://myhpgas.in ওয়েবসাইটে যান।

• সেখানে ‘কুইক বুক অ্যান্ড পে’-তে ক্লিক করুন।

• পরের পাতার মাঝামাঝি বাঁ দিকে কুইক সার্চ ও নর্মাল সার্চ, দু’টি মেনু দেখাবে।

• সহজে এগোতে কুইক সার্চে ডিস্ট্রিবিউটরের নাম, গ্রাহকের নাম ভরে পাতায় দেওয়া ক্যাপচা কোডটি লিখে প্রসিডে ক্লিক করুন।

• ডিস্ট্রিবিউটরের নাম ঠিকমত জানা না-থাকলে নর্মাল সার্চে রাজ্য ও জেলার নাম লিখলে, সেখানে সব ডিস্ট্রিবিউটরের নাম দেখতে পাবেন। তার পরে একই ভাবে ক্যাপচা লিখে প্রসিডে ক্লিক করুন।

আরও পড়ুন: ভুল সত্ত্বেও হু-র নিন্দায় নেই ভারত

• যে পাতা খুলবে, সেখানে মোবাইল নম্বর লিখে আবার প্রসিডে ক্লিক করুন। অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস টিপুন।

• কী ভাবে টাকা মেটাতে চান, সেটি (পেমেন্ট গেটওয়ে) ঠিক করতে মেক পেমেন্ট অনলাইনে ক্লিক করুন।

• যে দু’টি গেটওয়ে আসবে, তার একটি বাছুন। তবে ওই দুই ব্যাঙ্কে গ্রাহকের অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।

• মোড অব পেমেন্টে গিয়ে কী ভাবে টাকা মেটাতে চান (ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদি) ঠিক করে তা মেটান।

আরও পড়ুন: টিকাই ভরসা, মেনে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অ্যাকাউন্ট খুলতে চাইলে

• ওয়েবসাইটে গিয়ে ‘নিউ ইউজ়ারে’ ক্লিক করে অ্যাকাউন্ট খুলুন।

• এর পরে লগ ইনে ক্লিক করে আগের মতোই এগোন।

অ্যাপে বুকিং

• এইচপির নিজস্ব অ্যাপের (এইচপি পে, এইচপি গ্যাস) মাধ্যমে গ্যাস বুক করা যায়।

• এ ছাড়া, উমঙ্গ, ভারত পের মতো কিছু সরকারি অ্যাপ এবং বিভিন্ন বেসরকারি সংস্থার অ্যাপ বা ওয়ালেটের সাহায্যে বুকিং করা সম্ভব।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Hindustan Petroleum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE