Advertisement
E-Paper

নতুন আইনে চোখ মাল্যের সম্পত্তিতে

এ দিনই আবার বাতিল পাসপোর্ট নিয়ে নীরবের বিভিন্ন দেশে ঘোরার বিষয়ে বৈঠকে বসেছিল সিবিআই, ইডি, বিদেশ মন্ত্রক ও অভিবাসন দফতর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০২:২৩
শিল্পপতি বিজয় মাল্য। -ফাইল চিত্র।

শিল্পপতি বিজয় মাল্য। -ফাইল চিত্র।

তাঁকে দেশে ফেরাতে মামলা চলছে লন্ডনের আদালতে। এ বার ফেরার আর্থিক অপরাধী বিল সংক্রান্ত অধ্যাদেশের আওতায় দেশ-বিদেশে বিজয় মাল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আর্জি জানাল ইডি। স্থাবর-অস্থাবর সম্পদ মিলিয়ে যার অঙ্ক প্রায় ১২,৫০০ কোটি টাকা। এ জন্য মাল্যকে আইনের চোখে ‘পলাতক অপরাধী’ তকমা দিতে আর্জি জানিয়েছে তারা।

এ দিনই আবার বাতিল পাসপোর্ট নিয়ে নীরবের বিভিন্ন দেশে ঘোরার বিষয়ে বৈঠকে বসেছিল সিবিআই, ইডি, বিদেশ মন্ত্রক ও অভিবাসন দফতর। সিবিআইয়ের দাবি, নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে। ইন্টারপোল শীঘ্রই নোটিস জারি করবে।

Vijay Mallya ED বিজয় মাল্য
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy