ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির জন্য ২০,০০০ কোটি টাকার একটি ব্যাঙ্ক গ্যারান্টি প্রকল্প চালুর আর্জি জানাল তাদের কেন্দ্রীয় সংস্থা মাইক্রো ফিনান্স ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক (এমফিন)। রাজ্যে সংস্থাগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অব মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনের (অ্যামফি) দাবি, ক্ষুদ্র ঋণের চাহিদা বাড়লেও তহবিলের অভাবে মেটানো যাচ্ছে না। এই তহবিল গড়তেই ক্ষুদ্র ঋণ সংস্থাগুলিকে ব্যাঙ্ক যাতে বেশি ধার দেয়, তার জন্য সরকারের গ্যারান্টি লাগবে। অ্যামফি-র চেয়ারম্যান মনোজ নাম্বিয়ার জানান, ১০ ডিসেম্বর রাজ্যে পূর্ব ভারতের ক্ষুদ্র ঋণ সংস্থাগুলির সম্মেলন আয়োজন করেছেন তাঁরা। প্রায় ৭৫টি সংস্থা যোগ দেবে। এর মধ্যে ৫০টি রাজ্যের। সেখানে হয়তো এই দাবি উঠবে আরও জোরালো ভাবে।
নাম্বিয়ার বলেন, ‘‘ব্যাঙ্ক ঋণের শর্ত পূরণে অপারগ মানুষদের ধার দিই। ফলে সকলকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার সরকারি লক্ষ্য পূরণে ক্ষুদ্র ঋণ শিল্পের ভূমিকা বিরাট। তাই ব্যাঙ্ক গ্যারান্টির আর্জি মানা উচিত।’’ ক্ষুদ্র ঋণ সংস্থা সরলা ডেভেলপমেন্ট অ্যান্ড মাইক্রো ফিনান্সের এমডি প্রণব রক্ষিতের দাবি, ক্ষুদ্র ঋণ শোধের হার ভাল। কোভিডকালে সংস্থাগুলির জন্য এমনই ৭০০০ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি প্রকল্প এনেছিল কেন্দ্র। এক টাকাও খরচ হয়নি কোনও ঋণ বকেয়া না থাকায়। উত্তরায়ন মাইক্রো ফিনান্সের এমডি কার্তিক বিশ্বাস এবং জন কল্যাণ ফিনান্সিয়াল সার্ভিসেসের এমডি অলোক বিশ্বাস জানান, এখন ক্ষুদ্র ঋণ শোধের হার ৯৬%-৯৭%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)